পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফোর্বসের প্রভাবশালীদের তালিকায় এবার প্রশান্ত-মহুয়া - IPAC

আগামী 10 বছরের গতিপ্রকৃতি নির্ধারণ করতে পারেন কারা, ফোর্বস ইন্ডিয়ার এই তালিকায় এবার নাম প্রশান্ত কিশোর ও মহুয়া মৈত্রর । তালিকায় নাম রয়েছে দুষ্যান্ত চৌতালা, কানহাইয়া কুমারেরও ।

Forbes
প্রশান্ত - মহুয়া

By

Published : Jan 7, 2020, 11:38 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : আগামীদিনে প্রভাবশালী হওয়ার সম্ভাবনা কার? ফোর্বস ইন্ডিয়ার এই তালিকায় এবার উঠে এলেন তৃণমূলের সঙ্গে যুক্ত দু'জন । বিশ্বের 20 জনের এই তালিকায় একজন তৃণমূলের রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর ও অপরজন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ।

2019 লোকসভা নির্বাচনে 34 থেকে 22 -এ নেমে আসার পর কিছুটা রাখঢাক করেই রাজনৈতিক কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস । BJP ঘারে নিশ্বাস ফেলছে এমন অবস্থায় তৃণমূল ভরসা রাখে প্রশান্তের উপরই । যার ফল কিছুটা হলেও গত উপ-নির্বাচনে পেয়েছে তারা । কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর তিনটি সিটই পায় জোড়াফুল শিবির । তালিকায় নাম আসার পর তাঁর কী প্রতিক্রিয়া, তা অবশ্য জানা যায়নি ।

এদিকে, আগামী 10 বছরের গতিপ্রকৃতি নির্ধারণ করতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । রাজনৈতিক জীবন শুরু থেকে সারা ফেলে দেওয়া পার্লামেন্টে তাঁর ভাষণ সবেরই উল্লেখ রয়েছে ফোর্বসে ।

এই তালিকায় এই দু'জন ছাড়াও রয়েছে হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যান্ত চৌতালা, কানহাইয়া কুমার ও গোদরেজ পরিবারের নাম । ভারতের বাইরে উল্লেখযোগ্যভাবে এই ফোর্বসের এই তালিকায় রয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপক্ষ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের নাম ।

ABOUT THE AUTHOR

...view details