কলকাতা, 6 সেপ্টেম্বর: নিমতলা মহাশ্মশানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সমাধিস্থল সংস্কার হয়েছে প্রায় 50 লক্ষ টাকা খরচ করে । দেড় বছর আগে সেই কাজ শেষও হয়ে গিয়েছে ৷ তবে উদ্বোধন হয়নি । আচার্য প্রফুল্লচন্দ্রের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্য়ে এই পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Acharya Prafulla Chandra Memorial waiting for inauguration in Nimtala Crematorium) ৷ পাশাপাশি শ্মশানযাত্রীরা যাতে এখানে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থাও থাকবে এখানে ।
স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় জানালেন, উদ্বোধন কবে হবে, তা তাঁর জানা নেই । তিনি বললেন, "স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ এটা বলতে পারবেন ।" দ্রুত উদ্বোধনের জন্য মেয়র, ডেপুটি মেয়রকে জানাবেন তিনি ৷
পুরনো নিমতলা শ্মশানের রেস্ট রুমের পাশেই এই সমাধিস্থলটি অবস্থিত । আপাতততা তালা বন্ধ। ভিতরে ঝাঁচকচকে বাগান থেকে শুরু করে টাইলস বসানো চলার পথ- সবই আছে । গঙ্গাপাড়ের দিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা । আর তার মাঝেই আছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সমাধিস্থল । তবে এখন চলার পথে আবর্জনা জমেছে । চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ থেকে শুরু করে রঙের কৌটো ।