পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় রাজ্যের কাছে একাধিক প্রস্তাব প্রদীপ ভট্টাচার্যের - country lock down

কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাছে একাধিক প্রস্তাব রাখলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। । জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামো, সংক্রমণ এলাকা চিহ্নিতকরণ, প্রাথমিক স্বাস্থ্যবিধি সহ একাধিক বিষয়ে পদক্ষেপ করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি ।

image
ছবি

By

Published : Mar 31, 2020, 11:37 PM IST

Updated : Apr 1, 2020, 12:13 AM IST

কলকাতা, 31 মার্চ : দিন দিন রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ । ২৭ জন কোরোনা আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে । লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ । এবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও রাখেন তিনি ।

জেলাগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রতিটি জেলা সদরের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে অবিলম্বে কমপক্ষে 20 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড চালু করা দরকার । পাশাপাশি হাসপাতালগুলির বহির্বিভাগ চিকিৎসা, নাম রেজিস্ট্রেশন ইত্যাদি পরিষেবাকে সম্পূর্ণ আলাদা রাখা উচিত । বর্তমান পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেস সাংসদের পরামর্শ , প্রাথমিক স্বাস্থ্যবিধি রক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষভাবে কাজে লাগাতে হবে ।

এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রদীপ ভট্টাচার্যের প্রস্তাব, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা আছে বা ছড়িয়েছে এমন এলাকাগুলিকে আগামী ১৪ দিন প্রশাসনিক নজরদারির আওতায় আনতে হবে । কোনও সন্দেহজনক ঘটনা দেখলেই প্রশাসনকে জানাতে হবে ।

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, "সচেতনতাই একমাত্র কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে আটকাতে পারে । এক্ষেত্রে সরকার ও সাধারণ মানুষ উভয়কেই ভূমিকা নিতে হবে ।"

Last Updated : Apr 1, 2020, 12:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details