কলকাতা, 24 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম । তবুও কলকাতায় কোরোনার সংক্রমণ বেড়েই চলেছে । শহরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে আগেই ৷ পাশাপাশি, রেড জ়োন এলাকাগুলি চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে । বস্তিগুলিতে চালানো হচ্ছে বিশেষ নজরদারি । এবার কলকাতা পৌরনিগম SWM অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাফাই কর্মীদের PPE দেওয়া হল ।
PPE পেলেন কলকাতা পৌরনিগমের সাফাইকর্মীরা - ppe dress are given to kolkata municipality workers
শহরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে আগেই ৷ পাশাপাশি, রেড জ়োন এলাকাগুলি চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে । বস্তি গুলিতে চালানো হচ্ছে বিশেষ নজরদারি । এবার কলকাতা পৌরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাফাই কর্মীদের PPE দেওয়া দিল ।
কলকাতা পৌরনিগমের স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মীরা প্রতিদিন শহর পরিষ্কারের কাজ করে চলেছেন ৷ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে শহরকে পরিষ্কার করার কাজ করছেন তাঁরা ৷ তাঁদের সবাইকে PPE পোশাক দেওয়া হল । মেয়র ফিরহাদ হাকিম বলেন, " প্রত্যেক সাফাই কর্মীকে ওই পোশাক পরে কাজ করতে হবে । কারণ তাঁরা প্রতিদিন শহরের আবর্জনা পরিষ্কার করেন । শহর দূষণমুক্ত করতে গিয়ে সাফাই কর্মীদেরও কোরোনার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে । তাই আগাম সাবধানতা অবলম্বন করতে তাঁদের এই পোশাক দেওয়া হল । এবার থেকে তাঁরা এই পোশাক পরেই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করবে । "
শহরের বিভিন্ন প্রান্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় যাঁরা রাস্তায় নেমে কাজ করছেন, তাঁদের সংক্রমণের সম্ভাবনা বেশি । সেকারণে পৌরনিগমের সাফাই কর্মীরা যাতে কোরোনার সংক্রমণের থেকে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । পৌরনিগমের কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা বিভাগে কর্মরত সাফাই কর্মীদেরই এই বিশেষ পোশাক দেওয়া হয়েছে ।