পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল ? কী বললেন মন্ত্রী - electric bill

লকডাউনের মধ্যেও বিদ্যুতের বিল নিয়ে জেরবার সাধারণ মানুষ । তবে এ ব্যাপারে গ্রাহকদের আস্বস্ত করে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন , ‘‘গড় বিল পাঠানো হচ্ছে । গত বছর এই মাসের বিল পাঠানো হচ্ছে । সেক্ষেত্রে যদি কোনও ভুল ত্রুটি হয় , সেটাও পরবর্তী বিলের সঙ্গে ঠিক হয়ে যাবে । কাউকে এক টাকা বেশি দিতে হবে না ।’’

Sovandeb Chattapadhyay
শোভনদেব চট্টোপাধ্যায়

By

Published : May 11, 2020, 11:54 PM IST

কলকাতা , 11 মে : লকডাউনে মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল আসায় সংকটে পড়েছে সাধারণ মানুষ । এবিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । বর্তমান পরিস্থিতির কারণে বিদ্যুৎ দপ্তর থেকে আগের বছরের গড় হিসাবে বিল পাঠানো হয়েছে ৷ তবে পরবর্তীতে তা সামঞ্জস্য রেখে ঠিক করে দেওয়া হবে ৷ আজ এমনটাই জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

লকডাউনের মধ্যেও বিদ্যুতের বিল নিয়ে জেরবার সাধারণ মানুষ । বহু গ্রাহকের নামে মাত্রাতিরিক্ত বিল এসেছে বলে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়তে শুরু করেছে রাজ্য বিদ্যুৎ দপ্তরে । বিষয়টি নজরে এসেছে রাজের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের । তবে এই বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করেছেন তিনি ।

এ প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন , " একটা বিষয়ে মানুষের মধ্যে অস্বস্তি বেড়েছে । আমরা মিটার দেখতে পারিনি । লকডাউনের কারণে আমাদের কর্মীরা যেতে পারেনি । বিদ্যুতের বিল নিয়ে কী করা হবে সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল । শেষপর্যন্ত ঠিক হয়েছিল যদি মার্চের বিল হয় , তাহলে গত বছর মার্চে যত টাকা বিল হয়েছিল সেই বিল পাঠিয়ে দেওয়া হবে । একইরকমভাবে এপ্রিল মাসে যত টাকা বিল হয়েছিল তা পাঠানো হচ্ছে । যদি দেখা যায় যে আমরা বেশি নিয়েছি তাহলে সেই টাকা পরবর্তী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে । কম নিলে সেটা আমরা চেয়ে নেব । বেশি নিয়ে থাকলে পরে যখন আমরা মিটার দেখতে পারব, তখন অ্যাডজাস্ট করে দেব । গ্রাহকদের এনিয়ে কোনও দুশ্চিন্তার কারণ নেই ।"

তবে শুধুমাত্র কলকাতার গ্রাহকদেরকেই আশ্বস্ত করেননি তিনি । কলকাতার বাসিন্দাদের জন্যও একই বক্তব্য তাঁর । এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য , " বিষয়টি নিয়ে CSC-কে বলেছি । কলকাতার নাগরিকদেরও জেনে রাখা দরকার । গড় বিল পাঠানো হচ্ছে । গত বছর এই মাসের বিল পাঠানো হচ্ছে । সেক্ষেত্রে যদি কোনও ভুল ত্রুটি হয় , সেটাও পরবর্তী বিলের সঙ্গে জুড়ে যাবে । কাউকে এক টাকা বেশি দিতে হবে না । নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে জরিমানা লাগছে না । এছাড়াও এক শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা ।"

ABOUT THE AUTHOR

...view details