কলকাতা, 13 সেপ্টেম্বর: সামনেই শুরু হচ্ছে পুজোর মরশুম ৷ এই সময় কীভাবে বিদ্য়ুৎ পরিষেবা বণ্টন করা হবে, তা জানাতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস(Power Minister Aroop Biswas Speaks about power supply and connection during puja time)৷ সল্টলেকে বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোয় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত একাধিক তথ্য জানান তিনি(Aroop Biswas on Durga puja power supply)। তাঁর জানানো পুজোর সময়ে বিদ্যুৎ পরিষেবা ও সংযোগ সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হল :
1. দুর্গাপুজোর জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া যাবে 25 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত ৷
2. লক্ষ্মীপুজোর জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া যাবে 9 থেকে 10 অক্টোবর পর্যন্ত ৷
3. কালীপুজোর জন্য নেওয়া যাবে 20 থেকে 28 অক্টোবর পর্যন্ত ৷
4. 2011 সালে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল 20 হাজার 970টি পুজো, 2021 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 40 হাজার 124টি ৷