কলকাতা, 27 মার্চ:ময়নাতদন্তের রিপোর্ট আসতেই নয়া তথ্য তিলজলায় নাবালিকা খুনের ঘটনায় (Postmortem Report of Tiljala Minor Girl Murdered)৷ প্রথমে যৌন হেনস্থা ৷ তারপর মাথায় হাতুড়ি জাতীয় ভোঁতা ও ভারী কোনও বস্তু দিয়ে বারবার আঘাত করে থ্যাঁতলানো হয় মাথা । এরপরও মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয় নাবালিকার । পরে দেহটি একটি সুটকেসের ভিতর ঢুকিয়ে রাখা হয় । দেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মাথায় স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার মারা হয়েছে ওই নাবালিকাকে । দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে । দেহ দেখে স্পষ্টতই প্রমাণিত যে ওই নাবালিকা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ।
যদিও তদন্তকারীদের দাবি, এই ঘটনায় ধৃত অলোক কুমার একাধিকবার জেরায় নিজের বয়ান পরিবর্তন করছে । পুলিশ জানিয়েছে, অলোক কুমার এবং তাঁর স্ত্রী নিঃসন্তান । প্রথমে জেরায় ধৃত অলোক জানায়, বেশ কয়েক বছর আগে বিহারের সমস্তিপুর এলাকার এক ব্যক্তি তাকে বলেছিল যদি একটি শিশুকে হত্যা করা যায় তাহলে সে পিতৃত্বের সুখ পাবে । তবে পরে আবার সেই বয়ান পরিবর্তন করে অলোক ।