কলকাতা, 10 অগস্ট: দক্ষিণ দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের লালবাগান এলাকার তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর নামে তার ওয়ার্ড অফিস এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল (Posters Were Given Against TMC Councillor for Cheating) ৷ পোস্টারে লেখা, "টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে বরুণ নন্দী দূর হঠো ।"
এর আগেও দেখা গিয়েছিল বরুণ নন্দীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন বেশ কিছু মানুষজন ৷ এবার সরাসরি পোস্টার শাসক দলের এই কাউন্সিলরের বিরুদ্ধে । রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার বরুণ নন্দীর ওয়ার্ড অফিস থেকে শুরু বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দিল তা এখনও পর্যন্ত তা জানা যায়নি । যদিও তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দী এই বিষয়ে জানান, কী পোস্টার পড়েছে আমি জানি না ৷ জিনিসটা পুরোপুরি মিথ্যা ৷ যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে আমিও প্রচুর অভিযোগ করতে পারি ৷