পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Poster Against Councillor: টেটে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা', তৃণমূল কাউন্সিলরের নামে পড়ল পোস্টার - Poster Against Councillor

দক্ষিণ দমদমে তৃণমূল কাউন্সিলরের নামে পড়ল পোস্টার ৷ পোস্টারে লেখা, "টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণায় বরুণ নন্দী দূর হঠো" (TMC Councilor accused in teacher recruitment scam) ৷

Cheating Poster
তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার পড়ল 'দূর হঠো'

By

Published : Aug 10, 2022, 11:14 AM IST

কলকাতা, 10 অগস্ট: দক্ষিণ দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের লালবাগান এলাকার তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দীর নামে তার ওয়ার্ড অফিস এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল (Posters Were Given Against TMC Councillor for Cheating) ৷ পোস্টারে লেখা, "টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে বরুণ নন্দী দূর হঠো ।"

এর আগেও দেখা গিয়েছিল বরুণ নন্দীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন বেশ কিছু মানুষজন ৷ এবার সরাসরি পোস্টার শাসক দলের এই কাউন্সিলরের বিরুদ্ধে । রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার বরুণ নন্দীর ওয়ার্ড অফিস থেকে শুরু বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দিল তা এখনও পর্যন্ত তা জানা যায়নি । যদিও তৃণমূল কাউন্সিলর বরুণ নন্দী এই বিষয়ে জানান, কী পোস্টার পড়েছে আমি জানি না ৷ জিনিসটা পুরোপুরি মিথ্যা ৷ যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে আমিও প্রচুর অভিযোগ করতে পারি ৷

তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার পড়ল 'দূর হঠো'

আরও পড়ুন:কর্দমাক্ত মাটিতে হাল চালালেন মন্ত্রী প্রদীপ মজুমদার

তাঁর কথায়, "গৌতম সাহা মণ্ডলের আমার বিরুদ্ধে ক্ষোভ থাকবেই ৷ 2015 সালে দলের টিকিট পাওয়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু কোন দল করে এখনও পর্যন্ত সেটাই বুঝতে পারলাম না ৷ এর আগে আমার বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়ে হেরেছে । আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে গৌতম ৷ আমি মানহানির মামলা করব ।"

যদিও এ বিষয়ে বিজেপি নেতা বিমল শংকর নন্দ জানান, তৃণমূলরা নিজেরাই ঠোগী ৷ তাই সব কিছুতে তারা ষড়যন্ত্র দেখে ৷ আর যার বিরুদ্ধে অভিযোগ করছে সে বিগত 7-8 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে সে কী করে পোস্টার মারবে ?

ABOUT THE AUTHOR

...view details