কলকাতা, 22 ডিসেম্বর: এবার নিরুদ্দেশ প্রচারে নামল তৃণমূল (TMC) ৷ নাম না করে বিধাসভার বিরোধী দলনেতাকে (Opposition Leader) নিশানা করল শাসকদল । আক্রমণের মধ্যে অবশ্য কটাক্ষের পরিমাণই বেশি । প্রসঙ্গত, সম্প্রতি যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হয়েছে (state in-charge of media and IT cell of TMC) । দায়িত্ব নিয়েই বিরোধী দলনেতার বিরুদ্ধে জনমত তৈরি করতে রাজ্য জুড়ে প্রচারে নামলেন তিনি । সোশ্যাল মিডিয়ায় প্রচার তো থাকছেই একইসঙ্গে পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতাকে নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক প্রচার ।
দেবাংশুর সৃষ্টিশীল উপস্থাপন বরাবরই মানুষের নজর কেড়েছে । ঠিক যেভাবে রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় তাঁর তৈরি 'খেলা হবে'-এর গান তৃণমূল কংগ্রেসের প্রচারে অলিতে গলিতে শোনা গিয়েছে । এবার অভিনব কায়দায় নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে প্রচার ক্যাম্পেইন শুরু করলেন দেবাংশু ।
রাজনৈতিক ময়দানে তৃণমূলের বিরোধিতায় নেমে ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । 12, 14 এবং 21 ডিসেম্বরে রাজ্যে বড় ধরণের ঘটনা ঘটবে বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি । কিন্তু তিনটি তারিখেই রাজ্যে ঘটেনি বড় কোনও ঘটনা । আর এরপরেই নন্দীগ্রামের বিধায়ককে চেপে ধরার জন্য রাজ্যের শাসকদল পালটা কৌশল নিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
যদিও সেই পোস্টারে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেওয়া হয়নি । লেখার সঙ্গে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে পোস্টারে । সল্টলেক, হাওড়া, ব্যারাকপুর, বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে এই পোস্টার লাগানো হয়েছে । এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কী রয়েছে ওই পোস্টারে ৷
রাজ্যের শাসকদলের তরফে তৈরি এই পোস্টারের শিরোনাম দেওয়া হয়েছে, 'নিরুদ্দেশ সংবাদ' । এরপরই রয়েছে ওই নিখোঁজ ব্যক্তির বৃত্তান্ত । সেখানে লেখা হয়েছে, রূপ: দেখতে গোলগাল, নাদুসনুদুস । মেরুদণ্ড নেই । গলায় গেরুয়া উত্তরীয় । ঠিকানা: বাড়ি কাঁথিতে । অসুখেরও উল্লেখ রয়েছে সেখানে । লেখা হয়েছে, অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন । নিয়মিত দুশো দুশো চিত্কার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন । অকারণ ভাট বকতে ভালবাসেন । ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন । ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায় ।