পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন

ভোট কর্মীরা ছাড়াও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে তিন ক্যাটাগরির ভোটার ৷ নির্বাচন কমিশন আগেই তা ঘোষণা করেছিল ।

postal-ballot
postal-ballot

By

Published : Mar 2, 2021, 10:57 PM IST

কলকাতা, 2 মার্চ : যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা এবার ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে । শুধু তাই নয় এবার এই ভাবে ভোট দেওয়ার স্বীকৃতি পেলেন সংবাদ কর্মীরাও । আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন ।

ভোট কর্মীরা ছাড়াও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে তিন ক্যাটাগরির ভোটার ৷ নির্বাচন কমিশন আগেই তা ঘোষণা করেছিল । যাঁদের বয়স 80 বছরের উর্ধ্বে, যাঁরা শারীরকিভাবে অক্ষম ও কোরোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন । নির্বাচন কমিশন জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে যুক্ত মানুষরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৷ যেমন রেল কর্মী, মেট্রো রেল কর্মী, ডাক বিভাগের কর্মী, সংবাদমাধ্যম ও সামরিক বিমান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ভোট দিতে পারবেন ৷

আরও পড়ুন : ঘরওয়াপসির পরেও শেষমেশ গেরুয়া রথেই জিতেন্দ্র

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা অনেক সময়েই ভোট দিতে পারেন না । তবে কাজ থাকা সত্ত্বেও এই বিধানসভা ভোটে যাতে তাঁরা ভোট দান করতে পারেন সেই সুবিধাই করে দিল নির্বাচন কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details