নয়াদিল্লি, 29 এপ্রিল : সুদূর দিল্লিতে বাংলা বাঁচানোর ডাক ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারগুলির ৷ আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে 10 সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধিদল এই পরিবারগুলির হয়ে স্মারকলিপি তুলে দেন ৷ রাষ্ট্রপতির কাছে শহিদ পরিবারগুলির ন্যায়বিচারের দাবি করেন তাঁরা ৷ এরপর বিকেলের দিকে মোমবাতি মিছিলে সামিল হয় শহিদদের পরিবারগুলি ৷ বিচারের দাবিতে পাতিয়ালা হাউস কোর্ট থেকে তিলক মার্গ পর্যন্ত মিছিলে পা মেলান তাঁরা ৷ এর পাশাপাশি ইন্ডিয়া গেটের কাছে 'বাংলা বাঁচাও' স্লোগান তোলেন তাঁরা ৷ ওঠে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি (Victims family members demand Prez Rule in WB) ৷
মঙ্গলবার ওই পরিবারগুলিকে নিয়ে কলকাতা থেকে দিল্লি নিয়ে যায় বিজেপি ৷ এই 17টি শহিদ পরিবারের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কলকাতার নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, বীরভূমের শহিদ পরিবারের সদস্য সেন্টু বাগদী, কাঞ্চননগর গকুলতলার নারায়ণ দে, বর্ধমানের সোম হাঁসদা । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই ৷ এমনকী ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । এবার ইস্যু নিয়ে জাতীয়স্তরে সরব হল গেরুয়া শিবির ৷