পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Post Poll Violence : সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলেন মূল মামলাকারী

বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে ঘটা রাজনৈতিক হিংসা খতিয়ে দেখতে এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । পরে একই দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে ।

Bengal Post Poll Violence
Bengal Post Poll Violence

By

Published : Aug 19, 2021, 6:27 PM IST

কলকাতা 19 অগস্ট : ভোট-পরবর্তী হিংসা মামলায় আজ সকালে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ । মামলাকারীদের আর্জি মতোই ভোট-পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । স্বভাবতই এই রায় গিয়েছে রাজ্যের বিপক্ষে । রাজ্য চাইলে সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারে । সেক্ষেত্রে মামলাকারীকে না জানিয়ে যাতে সেই আবেদনের শুনানি না হয়, তার জন্য শীর্ষ আদালতে আগাম ক্যাভিয়েট ফাইল করলেন মূল মামলাকারী অনিন্দ্যসুন্দর দাস ৷

বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে ঘটা রাজনৈতিক হিংসা খতিয়ে দেখতে এবং সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । পরে একই দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে । সেই সমস্ত মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালত নির্দেশে দিয়েছে, ভোট পরবর্তী হিংসায় খুন-ধর্ষণ ও নারী নির্যাতনের মতো যে সমস্ত ঘটনা ঘটেছে তার তদন্ত করবে সিবিআই । পাশাপাশি কম গুরুতর ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে । তিনজন আইপিএস অফিসারকে নিয়ে এই টিম গঠন করেছে কলকাতা হাইকোর্ট । সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কাজ করবে এই সিট ৷

আরও পড়ুন : NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল

স্বভাবতই ব্যাকফুটে রাজ্য সরকার । কারণ ভোট পরবর্তী হিংসার বিষয়টিকে প্রথম থেকেই বিরোধীদের চক্রান্ত বলে উল্লেখ করেছিল রাজ্য সরকার । তাদের বক্তব্য ছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে দমন করেছে । কিন্তু মামলাকারীদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা ভোট পরবর্তী সময়ে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । মামলাকারীদের যে অভিযোগ ছিল, তাতেই কার্যত সিলমোহর দিয়েছে আদালত ।

ABOUT THE AUTHOR

...view details