পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় কালবৈশাখির দাপট, বিপর্যস্ত জনজীবন

কলকাতায় কালবৈশাখির দাপটে বিপর্যস্ত জনজীবন। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন চলাচল ব্যাহত।

কলকাতায় কালবৈশাখির সতর্কতা জারি

By

Published : Apr 5, 2019, 5:57 PM IST

Updated : Apr 5, 2019, 11:28 PM IST

কলকাতা, 5 এপ্রিল : কালবৈশাখির দাপটে বিপর্যস্ত কলকাতার জনজীবন। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাওড়া শাখার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে।

ঝড়বৃষ্টির কারণে কামারকুণ্ডু, বেলানগর, জনাই রোড ও ডানকুনি লাইনের অনেকগুলি ট্রেন দেরিতে চলছে। ওভারহেডের তারের উপর গাছের ডাল ভেঙে পড়ার কারণে সন্ধে 7টা 10 মিনিট থেকে 8টা 10মিনিটের মধ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে হাওড়া -ব্যান্ডেল ও শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচলে সমস্যা হয়। রাত 8টা নাগাদ শিয়ালদা শাখায় বি বা দী বাগ স্টেশনের লাইনের উপর গাছ পড়ে যায়। 8টা 27 মিনিটে গাছ সরিয়ে লাইনটি আবার পরিষ্কার করা হয়।

কলকাতায় ঝড় বৃষ্টি, দেখুন ভিডিয়ো

সাউদার্ন অ্যাভিনিউ, প্রিন্স আনোয়ার শাহ রোড, বরোজ রোড(রোয়িং ক্লাব), ফেয়ারলি প্লেস স্যান্ড রোড, পটুয়াপাড়া কালীঘাট রোড এবং এ জে সি রোডে ঝড়ের কারণে গাছ ভেঙে পড়েছে। আগামী তিনদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি।

Last Updated : Apr 5, 2019, 11:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details