পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update: সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

সপ্তাহের শুরুতে রাজ্যের আকাশ মেঘলা থাকবে ৷ মাঝেমধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

By

Published : Nov 15, 2021, 6:44 AM IST

Weather Update
সপ্তাহের শুরুটা বৃষ্টিস্নাত হবে, পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা, 15 নভেম্বর : বেশ কয়েকদিন ধরেই আকাশের মুখভার ৷ মাঝে মধ্যেই দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে রাজ্যে ৷ সপ্তাহের প্রথম দিনও মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। হালকা বৃষ্টিও হয়েছিল কোথাও কোথাও। সোমবারও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাড়ির বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোনই ভাল।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 22.3 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই পূবালি হাওয়া থমকে গিয়ে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। সেই কারণেই নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে তাপমাত্রার পারদ আশা জাগিয়েও নামতে পারছে না। তবে আশাহত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করছে হাওয়া অফিস। শীতের আমেজ চলে যায়নি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে

চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে ফিরবে শীতের আমেজ। তবে শীত কবে থেকে পড়বে এই ব্যাপারে কোনও আভাস আবহাওয়া দফতর দিতে পারেনি। কারণ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও মঙ্গলবারও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন বুধবার থেকেই দেখা যাবে। তবে ফের আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে সপ্তাহের বাকি দিনগুলিতে। তাপমাত্রার পারদ খুব বেশি ওঠানামা করবে না বলেই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

ABOUT THE AUTHOR

...view details