কলকাতা, 15 নভেম্বর : বেশ কয়েকদিন ধরেই আকাশের মুখভার ৷ মাঝে মধ্যেই দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে রাজ্যে ৷ সপ্তাহের প্রথম দিনও মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। হালকা বৃষ্টিও হয়েছিল কোথাও কোথাও। সোমবারও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাড়ির বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোনই ভাল।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 22.3 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণেই পূবালি হাওয়া থমকে গিয়ে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। সেই কারণেই নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে তাপমাত্রার পারদ আশা জাগিয়েও নামতে পারছে না। তবে আশাহত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করছে হাওয়া অফিস। শীতের আমেজ চলে যায়নি।