পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - আবহাওয়ার পূর্বাভাস

এখনও নামেনি বৃষ্টির জল ৷ বাড়ির সামনের রাস্তা কার্যত নদী হয়ে রয়েছে ৷ ছোটরা সেখানেই সাঁতার কেটে খেলায় মেতেছে ৷ বৃদ্ধ থেকে বাচ্চা, যাতায়াতের জন্য বেছে নিয়েছে বোট ৷ এরই মধ্যে ফের নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷

Weather Forecast
Weather Forecast

By

Published : Sep 22, 2021, 9:39 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : এখনও জমা জলে ডুবে শহর । কোথাও কোমর পর্যন্ত তো কোথাও আবার হাঁটু জল ৷ এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরের উপর ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সপ্তাহের শেষে । এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷

আগামী 24 তারিখ নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে । যা ক্রমশ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । এই নিম্নচাপটি পরবর্তী 48 ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণাবর্তে পরিণত হবে । ফলে 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷


আগামী 27 তারিখ সোমবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে মধ্য বঙ্গোপসাগরে । এই ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে । এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।

আরও পড়ুন :Weather : বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সপ্তাহান্তে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ডের কাছাকাছি অবস্থান করছে । সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড থেকে বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আজ মূলত পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

সপ্তাহান্তে জোড়া ঘূর্ণাবর্তে জেরে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার আকাশ আজ প্রধানত মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এখনও কলকাতার বিভিন্ন অংশে জল জমে রয়েছে । মুকুন্দপুর, বাগুইআটি, কেষ্টপুর, বেহালা, বাঁশদ্রোণী ও সুকান্তপল্লিতে এখনও কোমর সমান জল । এর মধ্যেই আজও সকাল থেকে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি চলছে শহর থেকে শহরতলিতে । ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হবে তা ভেবে পাচ্ছেন না শহরবাসী ৷
আরও পড়ুন :Mukutmanipur Dam : প্রবল বর্ষণ, মুকুটমনিপুর জলাধার থেকে ছাড়া হল জল

ABOUT THE AUTHOR

...view details