কলকাতা, 12 সেপ্টেম্বর : আকাশের মুখ ভার আজ সকাল থেকেই। যখন তখন আকাশ অন্ধকার করে নেবে আসবে কয়েক পশলা বৃষ্টি। বৃষ্টির কারণ বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 24 ঘণ্টায় নিম্নচাপ ঘনীভূত হয়ে আরও কিছুটা শক্তিবৃদ্ধি করবে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থানের পূর্বদিক থেকে ওড়িশা পুরীর উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়াও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা পর্যন্ত বিস্তৃত।
এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায়। সেইসঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়। এছাড়াও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। কলকাতায় আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। মাঝেমধ্যে সূর্যের উঁকিঝুঁকি দেখা দিলেও মাঝেমধ্যেই অন্ধকার করে দিচ্ছে মেঘ। দফায় দফায় শহর থেকে শহরতলিতে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।