কলকাতা, 10 জুন : আজও দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ পাশাপাশি আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে ৷ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও উত্তর 24 পরগনায়।
অন্যদিকে, 11 তারিখ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ তারপর থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মর্মেই আলিপুর আবহাওয়া অফিস আজ সন্ধ্যের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার জন্য সতর্কতা জারি করেছে ৷ পাশাপাশি আগামী কয়েকদিন তাঁদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি করেছে ৷
12 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের দু এক জায়গায় এবং দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে।