পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 9, 2020, 9:58 PM IST

ETV Bharat / state

বৃষ্টি বন্ধ হলেই ফের বাড়বে শীত

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান, পানাগড়, আসানসোল, বীরভূম, মেদিনীপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ৷ তবে পরিমাণ খুবই কম ৷

aa
মেঘলা আকাশ

কলকাতা, 9 জানুয়ারি : সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ৷ তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বন্ধ হতে পারে বৃষ্টি ৷ তাপমাত্রার পারদও নামতে পারে ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান, পানাগড়, আসানসোল, বীরভূম, মেদিনীপুরে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে । সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হয়েছে বৃষ্টি ৷ তবে পরিমাণ খুবই কম ৷ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে ফের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা । পড়তে পারে জাঁকিয়ে শীতও ৷

উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজ মূলত বৃষ্টি হবে ৷ আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, সিকিমের পার্বত্য এলাকায় । আগামী 48 ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও ৷ তবে তারপর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে ৷ কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে রাজ্যজুড়ে আগামী দু'দিন।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বৃষ্টি হচ্ছে ৷ এই সময় প্রতিবছর পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে উত্তর-পূর্ব ভারতে ৷ শীতের সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হিমাচল প্রদেশ ও দিল্লিতে প্রতি বছর এই সময় বৃষ্টি হয় ৷ ঝঞ্ঝার দাপট বেশি থাকলে বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ৷

ABOUT THE AUTHOR

...view details