পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road closed for metro work: মেট্রোর কাজের জন্য কাল থেকে বন্ধ নির্মলচন্দ্র স্ট্রিটের একাংশ - ইস্ট ওয়েস্ট মেট্রো

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য 1 এপ্রিল থেকে বন্ধ থাকছে নির্মলচন্দ্র স্ট্রিটের একাংশ (East west metro) ৷ সে জন্য যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে (Road closed for metro work) ৷

portion of Nirmal Chandra Street to remain closed from 1 april due to metro work
মেট্রোর কাজের জন্য কাল থেকে বন্ধ নির্মল চন্দ্র স্ট্রিটের একাংশ

By

Published : Mar 31, 2022, 3:06 PM IST

কলকাতা, 31 মার্চ: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আগামিকাল অর্থাৎ 1 এপ্রিল থেকে বন্ধ থাকবে নির্মলচন্দ্র স্ট্রিটের একাংশ । কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRCL) ও কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়েছে (Road closed for metro work)।

পথচারীদের (East west metro) যাতায়াতে যাতে সমস্যা না হয়, তাই আগামিকাল অর্থাৎ শুক্রবার রাত 10টা থেকে বন্ধ থাকবে নির্মলচন্দ্র স্ট্রিটের একাংশ (portion of Nirmal Chandra Street to remain closed)। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের এক আধিকারিক জানান যে, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের কাজের জন্য নির্মলচন্দ্র স্ট্রিটের যেই দিকটি লেনিন সরণির দিকে যাচ্ছে, সেই অংশের কাজ চলবে । সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভেন্টিলেশন শাফট তৈরির কাজ চলছে । মাটির তলায় কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে । এবার উপরের দিকের কাজ বাকি । সেই জন্যেই বন্ধ করা হচ্ছে রাস্তা ।

আরও পড়ুন:Howrah Maidan Metro Station : নদীর নিচ দিয়ে ছুটবে মেট্রো, হাওড়া ময়দান স্টেশনে যাত্রী সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা

রাস্তা বন্ধ থাকার কারণে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে । বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে দক্ষিণমুখী রুটের বাস নির্মলচন্দ্র স্ট্রিট ও বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং থেকে সিআর অ্যাভিনিউর দিকে ঘুরে যাবে । ছোট গাড়ির ক্ষেত্রে নির্মলচন্দ্র স্ট্রিট থেকে বা গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউর দিকে ও রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পূর্ব হয়ে যাবে । লেনিন সরণি থেকে উত্তরমুখী পথের বাস জওহরলাল নেহরু রোড ও লেনিন সরণি ক্রসিং থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট হয়ে বেরোবে ।

মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রামের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে । প্রয়োজনে ট্রাম পরিষেবা বন্ধ রাখা হবে ।

আরও পড়ুন:শেষ হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড স্টেশনের কাঠামো তৈরির কাজ

ABOUT THE AUTHOR

...view details