কলকাতা, 21 মে: পথদুর্ঘটনায় মৃত্যু হল অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তের ৷ তিনি বাংলা টেলি-সিরিয়াল জগতের অভিনেত্রী ছিলেন ৷ শনিবার গভীর রাতে শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে উত্তর কলকাতার বরানগর এলাকায় ৷ অভিনেত্রী সুচন্দ্রা অ্যাপ-ক্যাবের বাইকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই বাইকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 29 ৷
সুচন্দ্রার স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত জানান, কিছুদিন ধরে বেশ কয়েকটি সিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ করছিলেন সুচন্দ্রা ৷ তাঁর এটা একটা নেশা ছিল ৷ মাঝেমধ্যে নাটকের কাজের জন্য বাইরে যেতে হত ৷ গতকাল তার একটি নাটকের অনুষ্ঠান ছিল ৷ সেখান থেকে রাপিডো বাইকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে রাতেই বরানগর থানা থেকে পুলিশ আসে ৷ পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করে ৷
এই দুর্ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী সমীর পাল জানান, ওই অভিনেত্রী অনলাইেন বাইকটি বুক করেছিলেন ৷ তিনি ডানলপের দিকে পানিহাটি রেলওয়ে পার্কে তাঁর বাপের বাড়িতে ফিরছিলেন ৷ বাইকে যাচ্ছিলেন ৷ এই সময় বরানগর ঘোষপাড়া রোড এলাকায় সিগন্যালের কাছে বাইকটির সামনে হঠাৎ একটি সাইকেল চলে আসে ৷ সেই সাইকেলটিও খুব তাড়াতাড়ি পারপার করছিল ৷ এই অবস্থায় বাইকচালক ব্রেক কষেন ৷ তখন বাইক থেকে ছিটকে পড়ে যান অভিনেত্রী সুচন্দ্রা ৷ অন্যদিকে সেই সময়ই পিছন দিকে তীব্র গতিতে ছুটে আসা ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায় ৷ অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল ৷ তা সত্ত্বেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তার চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ ।