পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Politics Over NIA Probe: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ ঘিরে শুরু রাজনৈতিক তরজা - কুণাল ঘোষ

রামনবমীর অশান্তির ঘটনায় বৃহস্পতিবার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই সরগরম রাজ্য রাজনীতি ৷ টুইটে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

BJP TMC comments on Ram Navami Incident
রামনবমী

By

Published : Apr 27, 2023, 2:30 PM IST

কলকাতা, 27 এপ্রিল: রামনবমীতে অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আর এই নিয়েই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর টুইট করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন । বিরোধী দলনেতা তাঁর টুইটে লিখেছেন, "বাংলার রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় এনআইএ তদন্ত দিয়ে মানুষের আস্থা আবার ফেরাল সংবিধানের অভিভাবক । এনআইএ তদন্ত এড়াতে রাজ্য সরকারের কীর্তি ধরে ফেলেছে মাননীয় হাইকোর্ট । হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত । ভয়ের থেকে বড় হোক আপনাদের প্রতি বিশ্বাস ।"

রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের হেড তথা দলের গুরুত্বপূর্ণ নেতা অমিত মালব্যও । তিনি লিখেছেন, "ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের পর রামনবমীতে হিংসার ঘটনা ঘটেছিল । যদিও হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনও ধরনের অশান্তি হয়নি । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন ।"

টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও । তিনি লিখেছেন, "রামনবমীতে এনআইএ । সেন্ট্রাল এজেন্সি বিজেপিকে আড়াল করে । মুঙ্গেরবাহিনী নিশ্চিন্ত হল । বিজেপি ও কেন্দ্রের প্লট: প্রথমে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করো তারপর এনআইএর প্রবেশের মঞ্চ করে দাও । বিজেপি শাসিত রাজ্যগুলি এনআইএ দেখতে পায় না । যেমন এফআইআর নেমড শুভেন্দু বিজেপিতে যাওয়ায় সিবিআই এরেস্ট করে না "।

প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছিল হাওড়ার শিবপুর এবং উত্তরবঙ্গের ডালখোলা । শিবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই হুগলির রিষড়ায় উত্তেজনা ছড়ায় । সেই ঘটনায় এ দিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রামনবমীর দিন হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন । নির্দেশে বলা হয়েছে, যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত থানাকে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি কেন্দ্রীয় সংস্থাকে দিতে হবে ৷

আরও পড়ুন:রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details