কলকাতা, 27 এপ্রিল: রামনবমীতে অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আর এই নিয়েই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পর টুইট করে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন । বিরোধী দলনেতা তাঁর টুইটে লিখেছেন, "বাংলার রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় এনআইএ তদন্ত দিয়ে মানুষের আস্থা আবার ফেরাল সংবিধানের অভিভাবক । এনআইএ তদন্ত এড়াতে রাজ্য সরকারের কীর্তি ধরে ফেলেছে মাননীয় হাইকোর্ট । হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত । ভয়ের থেকে বড় হোক আপনাদের প্রতি বিশ্বাস ।"
রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের হেড তথা দলের গুরুত্বপূর্ণ নেতা অমিত মালব্যও । তিনি লিখেছেন, "ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের পর রামনবমীতে হিংসার ঘটনা ঘটেছিল । যদিও হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনও ধরনের অশান্তি হয়নি । বাংলায় তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন ।"