কলকাতা, 26 মে:'দ্য কেরালা স্টোরি'র পর 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'। এই ছবির মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা হয়েছে, এই অভিযোগে ছবিটির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে কলকাতা পুলিশ ৷ ছবিটি নিয়ে পুলিশের এই ভূমিকায় সরব হয়েছে বিরোধীরা ৷ বিরোধিতার সুর একই বাম ও বিজেপির ৷ তবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস কিন্তু এই ছবিতে বাংলাকে কলুষিত করার প্রয়াস দেখছে । আর সে কারণেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খোলাখুলি পুলিশকে সমর্থন জানিয়েছেন ।
প্রথমে 'কাশ্মীর ফাইলস', তারপর 'দ্য কেরালা স্টোরি', এবার 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' । বিতর্ক থামছে না বাংলায় । প্রসঙ্গত 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ট্রেলার সামনে আসার পর তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে । কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ছবির পরিচালক সনোজ মিশ্রকে আগামী 30 মে আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আক্রমণ এবং প্রতি আক্রমণের পালা ।
ছবির পরিচালককে পুলিশের তলবের প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দেখতেই তো পেলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলেন, উনি বললেন এখানে কেরালা স্টোরির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে । উনি আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে এখানে ছবি দেখানো বন্ধ করে দিতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের নাকে ঝামা ঘষে দিয়েছে ৷ তারপরেও কিন্তু শিক্ষা হয়নি এই সরকারের । একই কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।"