কলকাতা, 31 অগস্ট : রাজনৈতিক দলগুলি মুখে যতই স্বচ্ছতার কথা বলুক না কেন, প্রকৃতপক্ষে সে কথাগুলির সত্যতা বোঝা যায় রাজনৈতিক দলগুলির আয়ের উৎস নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association for Democratic Reforms- ADR) সাম্প্রতিক বিশ্লেষণ থেকে । 2019-20 অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির আয়ের উৎস বিশ্লেষণ করে এডিআর জানাচ্ছে, তাদের আয়ের সিংহভাগই আসছে অজানা উৎস থেকে । এবং অজানা উৎস থেকে আয়ের তালিকায় এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস (Indian National Congress) ৷ দ্বিতীয় স্থানে বিজেপি (Bharatiya Janata Party) এবং তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) । এই তিনটি দল ছাড়াও আর যে চারটি রাজনৈতিক দলের আর্থিক উৎস নিয়ে বিশ্লেষণ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সেগুলি হল- সিপিআইএম, সিপিআই, এনসিপি এবং বিএসপি । এই সাত রাজনৈতিক দলের মধ্যে একমাত্র বিএসপির কোনও অজানা উৎস থেকে আয় নেই বলে জানা যাচ্ছে ।
এডিআরের এই সাতটি রাজনৈতিক দলের আয়ের উৎস বিশ্লেষণ করে জানা যাচ্ছে, 2019-20 অর্থবর্ষে এই সাতটি দলের মোট আয়ের প্রায় 70.98 শতাংশই হল অজানা উৎস থেকে । এই ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে কংগ্রেস, যার অজানা উৎস থেকে আয় হয়েছে 77.10 শতাংশ । এরপরেই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ৷ তাদের অজানা উৎস থেকে আয় হয়েছে 72.93 শতাংশ । কংগ্রেস, বিজেপির পরই রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ অজানা উৎস থেকে তাদের আয় হল 68.92 শতাংশ ।