কলকাতা, 4 জুলাই : লাগামছাড়া হচ্ছে জ্বালানি তেলের দাম । কলকাতায় প্রায় সেঞ্চুরি করতে বসেছে লিটার পিছু পেট্রলের দাম । আজ মহানগরীতে পেট্রলের দাম ছিল 99.45 টাকা । ডিজ়েলের দামও 90 টাকার বেশি । দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রল । জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে । আর এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি ।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "জ্বালানির দাম রেকর্ড অঙ্ক স্পর্শ করেছে । বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিককে বিপাকে ফেলার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ।" 2020 সালের থেকে এখন বিশেষ কিছু বদলায়নি বলেও মনে করছেন অভিষেক । তাঁর অভিযোগ, আমজনতার দাবিকে অগ্রাহ্য করে আগের মতোই রাজ্যগুলির উপর দোষ চাপানোর খেলা চালিয়ে যাচ্ছে কেন্দ্র । সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন মোদিবাবু পেট্রল বেকাবু (#ModiBabuPetrolBekabu) । নিজের মন্তব্যের সপক্ষে 2020 সালের 23 জুনের একটি টুইটকে তুলে ধরেন তিনি ।