পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি - Abhishek Banerjee

সাধারণ নাগরিককে বিপাকে ফেলার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র । টুইট বাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । পাল্টা রাজ্যের কর না কমানো নিয়ে বিঁধতে ছাড়েনি বঙ্গ বিজেপিও ।

কলকাতায় পেট্রলের দাম
কলকাতায় পেট্রলের দাম

By

Published : Jul 4, 2021, 7:05 PM IST

কলকাতা, 4 জুলাই : লাগামছাড়া হচ্ছে জ্বালানি তেলের দাম । কলকাতায় প্রায় সেঞ্চুরি করতে বসেছে লিটার পিছু পেট্রলের দাম । আজ মহানগরীতে পেট্রলের দাম ছিল 99.45 টাকা । ডিজ়েলের দামও 90 টাকার বেশি । দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে পেট্রল । জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে । আর এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "জ্বালানির দাম রেকর্ড অঙ্ক স্পর্শ করেছে । বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সাধারণ নাগরিককে বিপাকে ফেলার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ।" 2020 সালের থেকে এখন বিশেষ কিছু বদলায়নি বলেও মনে করছেন অভিষেক । তাঁর অভিযোগ, আমজনতার দাবিকে অগ্রাহ্য করে আগের মতোই রাজ্যগুলির উপর দোষ চাপানোর খেলা চালিয়ে যাচ্ছে কেন্দ্র । সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন মোদিবাবু পেট্রল বেকাবু (#ModiBabuPetrolBekabu) । নিজের মন্তব্যের সপক্ষে 2020 সালের 23 জুনের একটি টুইটকে তুলে ধরেন তিনি ।

অভিষেকের টুইটের পর সেটিকে রিটুইট করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । সঙ্গে লেখেন, "একেবারে সঠিক কথা তুলে ধরা হয়েছে । আসলে 2014 সাল থেকে আমরা কোনও না কোনওভাবে বিজেপি সরকারের বিভিন্ন কাজের ফল ভোগ করছি ।" দমকল মন্ত্রীও ওই একই হ্যাশট্যাগ ব্যবহার করেন ।

আরও পড়ুন :Price Hike : জ্বালানির দামের ছ্যাঁকায় রুজি বাঁচানোই দায় অ্য়াপ ক্যাব চালক ও ডেলিভারি বয়দের

রাজ্যের তরফে যখন এভাবে একের পর এক আক্রমণ উড়ে আসছে, তখন চুপ করে বসে থাকতে নারাজ বঙ্গ বিজেপি। অভিষেককে পাল্টা আক্রমণ করে বিজেপির তরফে টুইট করা হয়েছে, "যে পরিমাণ কর রাজ্য থেকে আদায় করা হয়, তার 42 শতাংশই দেওয়া হয় রাজ্য সরকারকে । কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লেভির পরিমাণ কমাচ্ছেন না ? যে রাজ্যগুলিতে লেভির পরিমাণ সর্বোচ্চ, তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ । সিন্ডিকেট চালানোর জন্যই কি এই লেভির পরিমাণ কমানো হচ্ছে না ? মানুষ কেন এইজন্য তৃণমূলকে জিতিয়েছিল ?"

ABOUT THE AUTHOR

...view details