পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাস্ক না পরে রাস্তায় বেরোলেই কড়া পদক্ষেপ, নির্দেশ নবান্নের - Coronavirus news

মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে ৷ না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ নবান্নের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে ৷

নবান্ন
নবান্ন

By

Published : Apr 25, 2021, 10:51 AM IST

Updated : Apr 25, 2021, 11:25 AM IST

কলকাতা, 25 এপ্রিল : রাস্তায় বেরোলেই মাস্ক পরতে হবে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ না হলে কড়া পদক্ষেপ করা হবে ৷ রাজ্যে করোনা উদ্ভূত পরিস্থিতিতে এমনই নির্দেশ দিল নবান্ন ৷

গত বছরের মার্চ মাস থেকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে ৷ তখন থেকেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয় ৷ তবে মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ৷ অনেকেই মাস্ক পরা বন্ধ করে দেয় ৷ সামাজিক দূরত্ব নিয়েও সেরকম আর বিধিনিষেধ ছিল ৷ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে ৷ কিন্তু, চলতি বছরের মার্চের শেষের দিক থেকে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে ৷ তার উপর বিধানসভা নির্বাচন ৷ জায়গায় জায়গায় মিটিং, মিছিল ৷ মানুষের ভিড় ৷ ফলে দিনে প্রায় 10 থেকে 12 হাজারের বেশি আক্রান্ত হচ্ছে ৷ গতকালই 14 হাজারের গণ্ডি পার করেছে দৈনিক সংক্রমণ ৷ উল্লেখ্য, যদিও শেষ দুই দফায় রোড শো ও মিছিল বাতিল করেছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন,করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767

এই পরিস্থিতিতে 12 এপ্রিলই একটি নির্দেশিকা জারি করে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার ৷ এবার তাতে আরও কড়া হল রাজ্য সরকার ৷ মাস্ক না পরলে ও সামাজিক দূরত্ব না মানলেই পুলিশকে কড়া আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিয়ম না মানলেই ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-র 51 ধারায় মামলা করা হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার ৷

Last Updated : Apr 25, 2021, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details