পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered in Kolkata : পাটুলিতে জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ - Police recovers woman dead body in Kolkata

পাটুলিতে জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ । প্রাতঃভ্রমণকারীরা ওই মহিলাকে একটি জলাশয় পড়ে থাকতে দেখেন । তাঁরাই খবর দেন পুলিশকে (Police Recovers Woman Body in Patuli)।

Kolkata News
পাটুলিতে জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ

By

Published : Mar 30, 2022, 4:35 PM IST

কলকাতা, 30 মার্চ :পাটুলিতে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ৷ পাটুলির ফায়ার স্টেশনের কাছে একটি জলাশয় থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ । প্রাতঃভ্রমণকারীরা ওই মহিলাকে একটি জলাশয় পড়ে থাকতে দেখেন । তাঁরাই খবর দেন পুলিশ কে (Police Recovers Woman Body in Patuli) ।

আরও পড়ুন :Body found in Durgapur : বসুন্ধরা পার্কে উদ্ধার হওয়া দেহ শনাক্ত, খুনের মামলার তদন্ত শুরু পুলিশের

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ ৷ দ্রুত দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানান, দীর্ঘক্ষণ আগে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না । তবে আভ্যন্তরীণ কোনও আঘাত রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই জানা যাবে যে ওই মহিলার মৃত্যুর কারণ ।

ঘটনার তদন্তে নেমে স্থানীয় এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা । তাছাড়াও যেখান থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং যাঁরা ওই মহিলাকে জলাশয়ে পড়ে থাকতে দেখেছিলেন তাঁদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details