কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ 'আমি সমকামী নই'। মৃত্যুর আগের রাতে হস্টেলের অন্যান্য আবাসিকদের এই কথাই বারংবার বলছিল স্বপ্নদীপ কুণ্ডু । তাই তদন্তকারীদের অনুমান, হস্টেলের মধ্যে কেউ বা কারা তাঁকে সমকামী বলে ব়্যাগিং করত। যদিও ব়্যাগিংয়ের সত্যতা এখনও পুরোপুরি মেলেনি বলে দাবি করছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার স্বপ্নদীপের দেহের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তাঁর মৃত্যু উঁচু কোনও জায়গা থেকে পড়েই হয়েছে। শরীরে অ্যালকোহলের উপস্থিতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু স্বপ্নদীপ অনেকটা উঁচু জায়গা থেকে পড়ায় তাঁর মস্তিষ্কে চিড় ধরে। পাশাপাশি স্বপ্নদীপের কোমর ভেঙেছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ৷ এছাড়া বুকের বাঁ-দিকের পাঁজরেও হাড় ভেঙে যাওয়ার ফলে স্বপ্নদীপের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল বলে জানা গিয়েছে। যাদবপুর মেইন হস্টেলের এ2 ব্লকের 68 নম্বর ঘরে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অতিথি হিসেবে সেখানে থাকছিল স্বপ্নদীপ।
আরও পড়ুন:স্বপ্নদীপের মৃত্যুর পর অ্যান্টি র্যাগিং সেলের নয়া পোস্টার, গঠন হল তদন্ত কমিটি