পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 27, 2020, 3:48 PM IST

ETV Bharat / state

দুর্ঘটনা-যানজট রোধে টাকি রোডে অভিযান পুলিশের, বাজেয়াপ্ত 12টি গাড়ি

আগেও টাকি রোডে অভিযান চালিয়ে প্রায় দু’শো হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করা হয়েছিল । এবার বেআইনি পার্কিং রুখতে অভিযান চালানো হয় । উদ্দেশ্য টাকি রোড যানজটমুক্ত করা ও দুর্ঘটনা কমানো । আগামীদিনেও এর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ ৷

Taki
টাকি রোডে বাজেয়াপ্ত 12 টি গাড়ি

দেগঙ্গা , 27 সেপ্টেম্বর : দুর্ঘটনা ও যানজট রোধে টাকি রোডের দু'ধারে বেআইনি পার্কিং রুখতে উদ্যোগী হল দেগঙ্গা থানার পুলিশ । শনিবার অভিযান চালিয়ে মোট 12টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ । এর মধ্যে ট্রেকার ছাড়াও বেশ কয়েকটি অটো ও ট্রাক রয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে , রাস্তার পাশে বেআইনিভাবে পার্কিং করার অভিযোগে ওই সমস্ত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । আগামী দিনেও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলবে।

বেআইনি পার্কিং ও রাস্তা খারাপের জেরে সম্প্রতি দেগঙ্গার বিশ্বনাথপুরে টাকি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালের এক নার্সের । ওইদিন স্বামীর বাইকে করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন তিনি । দুর্ঘটনায় আহত হন মহিলার স্বামীও । এরপরও টাকি রোডে ঘটেছে একের পর এক দুর্ঘটনা । গত এক সপ্তাহে বেআইনি পার্কিং ও রাস্তা খারাপের জেরে মৃত্যু হয়েছে তিন বাইক আরোহীর । এই নিয়ে ক্ষোভও বাড়ছিল এলাকাবাসীর ৷ শেষে বেআইনি পার্কিং রুখতে উদ্যোগী হল দেগঙ্গা থানার পুলিশ । গতকাল দুপুরে দেগঙ্গার বেলিয়াঘাটা , বেঁড়াচাপা কাউকে পাড়া , দেগঙ্গা বাজার প্রভৃতি এলাকায় অভিযান চালানো হয় পুলিশের তরফে । প্রথমে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেকার , অটো , ট্রাক আটক করা হয় । পরে যাত্রীদের নামিয়ে সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে পুলিশ । অভিযোগ , সংকীর্ণ টাকি রোডের দু'ধারে পার্কিং করে যাত্রী তুলছিল গাড়িগুলি । এর জেরে একদিকে টাকি রোডে যেমন দুর্ঘটনা বাড়ছিল , তেমন যানজটও সৃষ্টি হচ্ছিল ।

পুলিশের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা । তাঁদের কথায় , "টাকি রোডের দু'ধারে যত্রতত্রভাবে গাড়ির গ্যারেজ গড়ে উঠেছে । গাড়ির মেরামত করতে অনেক সময় পার্কিং করা হয় রাস্তার পাশেই । এছাড়া যাত্রীবাহী বিভিন্ন গাড়িও পার্কিং করা হয় টাকি রোডের দু'ধারে । তখন রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ে । এর ফলে টাকি রোড জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয় ৷ এর কারণে কখনও দুর্ঘটনাও ঘটে ৷ পুলিশের আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল ৷ " তবে , দেরি হলেও পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী ৷

দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে , আগেও টাকি রোডে অভিযান চালিয়ে প্রায় দু’শো হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করা হয়েছিল । এবার বেআইনি পার্কিং রুখতে অভিযান চালানো হয় । উদ্দেশ্য একটাই ৷ টাকি রোড যানজট মুক্ত করা ও দুর্ঘটনা কমানো । আগামীদিনেও এরকম অভিযান চলবে ৷

ABOUT THE AUTHOR

...view details