কলকাতা, 15 মে : অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় যাবতীয় সন্দেহের তির এবার তাঁর পুরুষ সঙ্গীর দিকে । ইতিমধ্যেই মৃতা অভিনেত্রীর লিভ-ইন পার্টনারের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা (Mysterious death of Actress Pallavi Dey)।
জানা গিয়েছে, ঘটনার দিন ওই অভিনেত্রী তাঁর লিভ-ইন পার্টনারের সঙ্গে সময় কাটিয়ে ছিলেন ৷ শেষ কয়েক মিনিটে তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়েছিল কিনা তা জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে থেকে এক যুবকের সঙ্গে পল্লবী দে-র সম্পর্ক গড়ে ওঠে । প্রথমাবস্থায় তাঁরা হাওড়ায় থাকলেও পরবর্তীকালে তাঁরা কলকাতায় গলফার গাঙ্গুলি বাগান এলাকায় চলে আসেন । এদিন সকালে ওই যুবক পল্লবীর ঘর থেকে বেরিয়ে সিগারেট খেতে গিয়েছিলেন । তাঁর দাবি, সিগারেট খেয়ে ঘরে ঢুকতেই তিনি দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে পল্লবী ৷ আর এখানেই যাবতীয় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের কাছে ।