পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Death Case : ওসির নির্দেশেই গিয়েছিলেন আনিশের বাড়ি, বিস্ফোরক ধৃত দুই পুলিশ কর্মী - Wife of Kashinath Bera

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাঁর স্বামী আনিশের বাড়ি গিয়েছিলেন বলে দাবি করেছেন ঘটনায় ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা (Wife of Kashinath Bera)

Anish Khan Death
বিস্ফোরক ধৃত দুই পুলিশ কর্মী

By

Published : Feb 24, 2022, 3:30 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আমতার ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) এবার বিস্ফোরক অভিযোগ করলেন ঘটনায় ধৃত দুই পুলিশ কর্মী ৷ বৃহস্পতিবার আদালতে তোলা হয় ধৃত দুই পুলিশকর্মী

কাশীনাথ বের ও প্রীতম ভট্টাচার্যকে ৷ এদিন আদালতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে এই দুই পুলিশকর্মী বলেন, ঘটনার দিন রাতে আমতা থানার অফিসার ইনচার্জের নির্দেশেই তাঁরা আনিশের বাড়ি গিয়েছিলেন ৷

ভবানী ভবন সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য আমতা থানার ওসিকে থানায় ডাকা হতে পারে । ঘটনার তদন্তে তিন সদস্যের যে সিট গঠন করেছে রাজ্য, তার সদস্যরাও এই তিনজনকে ফের জেরা করতে পারেন বলে খবর ৷ এই ঘটনায় উঁচুতলার কোনও পুলিশ আধিকারিকের য়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

উল্লেখ্য, ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা ইতিমধ্যেই দাবি করেছেন ঘটনার সিবিআই তদন্তের ৷ তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলেও তাঁর দাবি ৷

ABOUT THE AUTHOR

...view details