কলকাতা, 24 ফেব্রুয়ারি: আমতার ছাত্রনেতা আনিশ খানের রহস্য মৃত্যুর ঘটনায় (Student Leader Anish Khan Death Case) এবার বিস্ফোরক অভিযোগ করলেন ঘটনায় ধৃত দুই পুলিশ কর্মী ৷ বৃহস্পতিবার আদালতে তোলা হয় ধৃত দুই পুলিশকর্মী
কাশীনাথ বের ও প্রীতম ভট্টাচার্যকে ৷ এদিন আদালতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে এই দুই পুলিশকর্মী বলেন, ঘটনার দিন রাতে আমতা থানার অফিসার ইনচার্জের নির্দেশেই তাঁরা আনিশের বাড়ি গিয়েছিলেন ৷
ভবানী ভবন সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য আমতা থানার ওসিকে থানায় ডাকা হতে পারে । ঘটনার তদন্তে তিন সদস্যের যে সিট গঠন করেছে রাজ্য, তার সদস্যরাও এই তিনজনকে ফের জেরা করতে পারেন বলে খবর ৷ এই ঘটনায় উঁচুতলার কোনও পুলিশ আধিকারিকের য়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর
উল্লেখ্য, ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা ইতিমধ্যেই দাবি করেছেন ঘটনার সিবিআই তদন্তের ৷ তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলেও তাঁর দাবি ৷