গড়ফা থানার আরও এক পুলিশকর্মী কোরোনা-মুক্ত
এনিয়ে গড়ফা থানার মোট ছ'জন পুলিশ কর্মী কোরোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ।
গড়ফা থানার আরও এক পুলিশকর্মী কোরোনা-মুক্ত
কলকাতা, 9জুন: কোরোনা থেকে সেরে উঠলেন গড়ফা থানার আরও এক কনস্টেবল। এর জেরেকলকাতা পুলিশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ফের বাড়ল। গড়ফা থানাতে এনিয়ে মোট6জন পুলিশকর্মী সুস্থ হলেন। সুস্থ হয়েওঠা ওই পুলিশকর্মীকে আজ বরণ করে নিলেন থানারOCএস পি উপাধ্যায়। নিয়মমতো সাতদিনবাড়িতে থাকার পর ফের কাজে যোগ দেবেন কনস্টেবল দিলীপ বিশ্বাস।
এর আগে সুস্থ হয়েছেন গার্ডেনরিচ থানারOC,বউবাজার থানারOC,প্রগতি ময়দানথানারOCসহ কয়েকজন পুলিশ আধিকারিক । দিন কয়েক আগে সুস্থ হন গড়ফা থানারঅ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস।22মে বাঙুর হাসপাতালে ভরতি হয়েছিলেনতিনি। পরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। একইসঙ্গে চিকিৎসাধীন ছিলেন তপন নাথ। তিনিগড়ফা থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ । তাঁর সঙ্গেই চিকিৎসাধীন ছিলেন সার্জেন্টরোহিতেশ্ব হালদার এবং কনস্টেবল পংকজ মাইতি,মানস কুমার সিংহ মহাপাত্র এবং সুবলবর্মন। দিন কয়েক আগে এরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এবার সুস্থ হয়ে উঠলেনকনস্টেবল দিলীপ বিশ্বাস।
লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ। একদিকেঅপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষজনকে চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ চলছে।অন্যদিকে প্রতিটি গাড়ির পরীক্ষা। এমনকি রাস্তায় যাঁরা থুতু ফেলছেন তাঁদেরওচিহ্নিতকরণ করা হচ্ছে । পাশাপাশি ত্রাণবিলি,সচেতনতা কর্মসূচি সহ নানা কাজে ভূমিকানিচ্ছে পুলিশ । এর মাঝেই কলকাতা পুলিশের প্রায়200জন কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন।তাঁদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হলেও,এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যাঅনেক। লালবাজার সূত্র জানা গেছে,শুধুমাত্র গড়ফা থানাতেই আক্রান্ত হয়েছিলেন12জন অফিসার এবং কর্মী।