কলকাতা, 10 জুলাই : ডাকাতি করল পুলিশ । এমনটাই অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে । 4 তারিখ দুপুরে নদিয়ার বাবলু নাথ (51) গয়না তৈরি করতে বউবাজারে এসেছিলেন । তাঁর কাছে ছিল এক লাখ টাকা ও 50 গ্রাম সোনা । আচমকাই তাঁর সামনে একটি টাটা সুমো আসে । দুই আরোহী গাড়ি থেকে নেমে দাবি করে, "আমরা পুলিশের লোক । গাড়িতে উঠতে হবে ।" তারপর তাঁর কাছ থেকে সোনা, টাকা ও আংটি নিয়ে নেওয়া হয় । অভিযোগ, গাড়িতে পাঁচজন ছিল । এরপর তাঁকে বিমানবন্দর চত্বরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় ।
রক্ষকই ভক্ষক ! ডাকাতিতে জড়িত পুলিশ - ASI
ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । গ্রেপ্তার ASI ।
4 তারিখ মুচিপাড়া থানায় এই প্রসঙ্গে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি । তদন্তে নামে পুলিশ । আসরে নামে কলকাতা পুলিশের গোয়েন্দারাও । CCTV দেখে গাড়ি চালককে চিহ্নিত করে পুলিশ । একজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম নেপাল ধর । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গাড়িটি ভাড়া নিয়েছিল কলকাতা পুলিশের রেকর্ড সেকশনের ASI আশিস চন্দ । গতকাল তাঁকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করতেই দোষ স্বীকার করেন তিনি । তাঁকে গ্রেপ্তার করা হয় । তদন্তে উঠে আসে আরও 4 ব্যক্তির নাম । বলাই নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।
আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় হয় এই তিনজনকে । 16 তারিখ পর্যন্ত পুলিশ হেপাজত দেওয়া হয়েছে তাদের ।