পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুষ নিয়ে খুনের উদ্দেশ্য বদলের চেষ্টা করেছে পুলিশ, তপ্ত ট্যাংরা

আজ সকাল থেকেই রাস্তা অবরোধ করেছেন ট্যাংরার বাসিন্দারা ৷ দাবি, অপহরণের চেষ্টা এবং শ্লীলতাহানির ধারা যদি মামলায় না যোগ করা হয়, তবে অবরোধ চালিয়ে যাওয়া হবে । উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেপে যাওয়া হচ্ছে ট্যাংরায় গৃহবধূকে অপহরণের চেষ্টার বিষয়টি । ঘুষ নিয়ে পুলিশ খুনকে খুনের চেষ্টায় বদলাতে চাইছে !

স্থানীয়দের বিক্ষোভ
স্থানীয়দের বিক্ষোভ

By

Published : Feb 6, 2020, 2:15 PM IST

Updated : Feb 6, 2020, 4:56 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেপে যাওয়া হচ্ছে ট্যাংরায় গৃহবধূকে অপহরণের চেষ্টার বিষয়টি । ঘুষ নিয়ে পুলিশ খুনকে খুনের চেষ্টায় বদলাতে চাইছে ! (ইচ্ছাকৃতভাবে খুনকে অনিচ্ছাকৃত খুনে পরিণত করার চেষ্টা করছে, অভিযোগ এমনটাই)৷ এমন অভিযোগ তুলে আজ অভিনব বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । হাতে টাকা নিয়ে পুলিশের দিকে দিতে চাইলেন ঘুষ । তাদের দাবি, ঘুষ নিয়ে ঘটনার সত্যি তদন্ত করুন । এই ঘটনায় কার্যত বিড়ম্বনায় পুলিশ ।

CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনাস্থানে এখনও পর্যন্ত কোনও মহিলার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি । এমনই জানিয়েছিল লালবাজার । পুলিশ কর্তারা জানিয়েছিলেন, মহিলাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাতে মহিলার বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে । ফলে তাঁকে আদৌ অপহরণের চেষ্টা হয়েছিল কি না তা নিয়েই তৈরি হয়েছে সংশয় । এখনও পর্যন্ত এই ঘটনায় 304 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করেছে পুলিশ । আর সেখানেই আপত্তি গোবিন্দ খটিক রোডের বাসিন্দাদের । তাদের অভিযোগ, পুলিশ টাকার বিনিময়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে । আর সেই কারণেই পালটা টাকা দিতে চাইছেন বিক্ষোভকারীরা । তাদের দাবি, যদি অপহরণের চেষ্টার ঘটনা না ঘটে তবে একজন সাধারণ গৃহবধূ কেন নিজের বদনাম করতে যাবেন । কেনই বা মিথ্যে মামলা সাজিয়ে নিছক দুর্ঘটনাকে ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স চাপা দেওয়ার বিষয়টি বলবেন, আর এতে ক্রমশ জলঘোলা হচ্ছে সন্দেহ ।

সকাল থেকে শুরু হয় পথ অবরোধ

আজ সকাল থেকেই রাস্তায় জলের ড্রাম ফেলে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা । তাদের বক্তব্য ছিল, অপহরণের চেষ্টা এবং শ্লীলতাহানির ধারা যদি মামলায় না যোগ করা হয়, তবে অবরোধ চালিয়ে যাওয়া হবে । এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ট্যাংরার গুরুত্বপূর্ণ রাস্তা গোবিন্দ খটিক রোড । যদিও পরে পুলিশ গিয়ে বুঝিয়ে-সুজিয়ে অবরোধ তুলতে সমর্থ হয়েছে ।

অভিযোগকারী গৃহবধূ গতকাল তদন্তকারীদের বলেন, "গতরাতে 11:45 নাগাদ আমি শ্বশুর-শাশুড়ি-ননদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম । বিয়ে বাড়ি ছিল পূর্বাচল প্রগতি সংঘে । শ্রী ব্যাঙ্কোয়েটের সামনে একটি অ্যাম্বুলেন্স হঠাৎই আমাদের পথ আটকে দাঁড়ায় । তারপর আমার হাত ধরে টানাটানি করতে থাকে । চেষ্টা করে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার । তখন আমার শ্বশুরমশাই বাধা দিতে যান । তখন আমাকে ছেড়ে দিয়ে শ্বশুরমশাইয়ের গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় । আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।" CCTV ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অ্যাম্বুলেন্সটি । তার নম্বর WB 19G 9621।

Last Updated : Feb 6, 2020, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details