কলকাতা, ৩০ মার্চ : প্রকাশ্য সভা ছাড়াও ইনডোর মিটিংয়ে গিয়েও BJP-র উপর হামলা চালাচ্ছে পুলিশ। গতকাল এই অভিযোগ করেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার। বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে অভিযোগও জানিয়েছেন তিনি।
প্রকাশ্যে সভা করার অনুমতি দিতে টালবাহানা করছে রাজ্য প্রশাসন। নির্বাচন প্রক্রিয়া শুরুর পরও এই অভিযোগ করছে BJP। দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি অভিযোগ করে বলেন, শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত সভাস্থানের অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্য। যদিও নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপের নিয়ম অনুসারে সভার পাঁচদিন আগে থেকে আবেদন করা যায়। তাঁর বক্তব্য, যে মাঠে সভা হবে সেটি SJDA (শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি)-র নিজস্ব। সেখানে আবেদন জানিয়েও সভা করার অনুমতি পাওয়া যাচ্ছে না। তাঁদের পক্ষ থেকে অনুমতির জন্য কখনও নবান্ন বা কখনও HIDCO-র কাছে যেতে বলা হচ্ছে।কমিশন সূত্রে খবর, এই সভার বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে একটি আবেদন করা হয়েছে। পাশাপাশি BJP-র অভিযোগ, প্রকাশ্য সমাবেশ তো বটেই ইনডোর বৈঠকের ক্ষেত্রেও ঝামেলা করছে পুলিশ। উদাহরণ হিসেবে তাঁরা জানিয়েছেন, ২৮ মার্চ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক কর্মীর বাড়িতে একটি দলীয় বৈঠক হচ্ছিল। সেখানে গিয়ে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।