পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের চাপে অচৈতন্য মহিলাকে ভরতি নিতে বাধ্য হল NRS

সুমন সিং নামে এক অচৈতন্য মহিলাকে পুলিশের চাপে পড়ে গতকাল রাত আটটা নাগাদ ভরতি নিল NRS ।

নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতাল

By

Published : Jun 13, 2019, 10:02 AM IST

কলকাতা, 13 জুন : তখন রাত আটটা । অফিস ফেরত নিত্যযাত্রীদের ফিরে তাকানোর জো নেই । স্টেশনের একপাশে মধ্য তিরিশের মহিলাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের । পাশে তখন অঝোরে কেঁদে চলেছে বছর আটেকের মেয়েটা ।

ওই অবস্থায় মহিলাকে নিয়ে NRS-এ যান কর্তব্যরত পুলিশকর্মীরা । তখন নিজেদের দাবি আদায়ে ব্যস্ত চিকিৎসকরা । তড়িঘড়ি মহিলাকে দেখে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন তারা । কিন্তু চিকিৎসকদের সেই যুক্তি মানতে চাননি পুলিশকর্মীরা । কার্যত তাঁদের চাপেই অসুস্থ ওই মহিলাকে ভরতি করতে বাধ্য হন চিকিৎসকরা ।

গতকাল রাতের এই ঘটনায় একদিকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । পুলিশের সদর্থক ভূমিকার প্রশংসাও শোনা যাচ্ছে ।

পুলিশ জানিয়েছে, অসুস্থ ওই মহিলার নাম সুমন সিং । কলকাতার ম্যাঙ্গোলেনে তাঁর এক আত্মীয় থাকে । কী ভাবে ওই মহিলা শিয়ালদা স্টেশনে এলেন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে । মহিলাকে হাসপাতালে ভরতি করার পর এক প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েক ঘণ্টা ধরে স্টেশনে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি । ওই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা জ্বরের ওষুধ দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন । যা মানতে চাননি কেউই । তাদের চাপেই শেষ পর্যন্ত ভরতি করা হয় সুমনকে । খবর দেওয়া হয় তাঁর আত্মীয়কেও । হাসপাতালের তরফে জানানো হয়েছে বর্তমানে ইমারজেন্সিতে ভরতি রয়েছে সুমন ।

ABOUT THE AUTHOR

...view details