পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসুখ সারছিল না, অবসাদে গলায় ফাঁস? - undefined

এক বেসরকারি নির্মাণসংস্থার কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল সে।

অবসাদে গলায় ফাঁস

By

Published : Apr 2, 2019, 10:08 PM IST

Updated : Apr 2, 2019, 11:25 PM IST

নিউটাউন, 2 এপ্রিল: এক বেসরকারি নির্মাণসংস্থার কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শিবনাথ সরকার (৪০)। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল সে। চিকিৎসার খরচ বহন করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি স্থানীয়দের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নিউটাউন থানার পুলিশ।

গত চার-পাঁচ বছর ধরে সুলঙগুড়ি দক্ষিণ পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকত শিবনাথ। সে পেশায় পাইপলাইন মিস্ত্রি। গত শনিবার বাড়ির মালকিনের সঙ্গে শেষবার কথা হয় শারীরিক অসুস্থতা নিয়ে। ডাক্তার দেখালেও রোগ সারছে না এমনটাই জানিয়েছিল সে। আজ সকাল থেকে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে শিবনাথের দেহ উদ্ধার করে। দেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল।

স্থানীয় চিকিৎসক সুধাংশু গায়েন

বাড়ির মালকিন অর্চনা গায়েন বলেন, "গতরাতে ওর (শিবনাথ) ঘরে লাইট জ্বলতে দেখা গেছিল। গতপরশু ওর সঙ্গে শেষ কথা হয়। বলেছিল শরীর ভালো নেই। এখানে একাই থাকত। কেউ আসত না। আজ সকাল থেকে ডাকাডাকি করে না পাওয়ায় দরজা খোলা হয়। আমি ভয়ে ওদিকে আর যাইনি। স্থানীয় চিকিৎসক সুধাংশু গায়েন বলেন, "মাঝে মধ্যে আমার কাছে আসত। জন্ডিসে ভুগছিল। ওর বিলুরুবিন বেশি ছিল। স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাচ্ছিল। কিন্তু ওর রোগ সারছিল না। খুব ভেঙে পড়েছিল। রোগের কারণে মনে হয় ও আত্মঘাতী হয়েছে।"

Last Updated : Apr 2, 2019, 11:25 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details