সল্টলেক, 3 নভেম্বর:গেস্টহাউজের মধ্যে থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । মৃত্যু ঘিরে ঘনীভূত একাধিক রহস্য । যুবকের গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে 2 মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউজে থাকছিলেন ওই যুগল ।
সূত্রের খবর, বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি গেস্ট হাউজ থেকে পুলিশের কাছে বুধবার রাতে ফোন আসে ৷ গেস্টহাউজ থেকে পুলিশকে জানানো হয়, একটি ঘরের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে ৷ এর জন্যে অন্য অতিথিদের সমস্যা হচ্ছে । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন এক যুবতী । পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে । তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।