পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salt Lake Guest House: সল্টলেকে গেস্টহাউজ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ ! পুলিশের ধাক্কায় দরজা খুললেন যুবতী - পুলিশের ধাক্কায় দরজা খুললেন যুবতী

সল্টলেকে গেস্টহাউজের ভিতরে মিলল যুবকের নিথর দেহ (Police found dead body of youth in Salt Lake Guest House) ৷ পুলিশের ধাক্কায় দরজা খুলে দিলেন এক যুবতী ৷

Salt Lake Guest House Death
ETV Bharat

By

Published : Nov 3, 2022, 11:28 AM IST

Updated : Nov 3, 2022, 11:50 AM IST

সল্টলেক, 3 নভেম্বর:গেস্টহাউজের মধ্যে থেকে উদ্ধার যুবকের মৃতদেহ । মৃত্যু ঘিরে ঘনীভূত একাধিক রহস্য । যুবকের গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে 2 মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউজে থাকছিলেন ওই যুগল ।

সূত্রের খবর, বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত একটি গেস্ট হাউজ থেকে পুলিশের কাছে বুধবার রাতে ফোন আসে ৷ গেস্টহাউজ থেকে পুলিশকে জানানো হয়, একটি ঘরের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে ৷ এর জন্যে অন্য অতিথিদের সমস্যা হচ্ছে । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিলে ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন এক যুবতী । পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পায় ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে । তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন: হবু-স্বামীর দীর্ঘায়ুর জন্য প্রেমিককে খুন, গ্রেফতার প্রেমিকা

পুলিশ সূত্রে খবর, দু'মাস আগে ওই গেস্ট হাউজ়ে একটি রুম বুক করা হয় নির্ঝর চৌধুরীর নামে । তখন থেকে রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তাঁর প্রেমিকা অনুশীলা চৌধুরী থাকতে শুরু করেন । বুধবার এই যুগলের মধ্যে বচসা হয় ৷ পরে তা মারধর পর্যন্ত পৌঁছয় বলে পুলিশের অনুমান । যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ এমনকী ওই যুবতীর দেহেও নখের আঁচড়ের চিহ্ন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ যুবকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । কী কারণে এই যুবকের মৃত্যু হল, তা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । তবে ভুয়ো নামে কী করে দু'জন যুগল এই গেস্টহাউজ়ে রুম বুক করল, তা নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷ তদন্ত নেমেছে পুলিশ ৷

Last Updated : Nov 3, 2022, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details