কলকাতা, 22 জানুয়ারি: শনিবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় তাণ্ডব, সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের উপর আক্রমণের অভিযোগে ধৃত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ, 10 দিনের পুলিশি হেফাজত হল ৷ রবিবার এই নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত (Naushad Siddiqui in PC) ৷ এদিন ভাঙরের বিধায়ক নওশাদের হয়ে আদালতে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী শামীম আহমেদ ৷ তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক (ISF MLA Naushad Siddiqui) ৷
উল্লেখ্য, শনিবার ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল ধর্মতলায় ৷ কলকাতা পুলিশের অভিযোগ ওই কর্মসূচিতে যোগ দিতে আসা আইএসএফ কর্মী-সমর্থকরা হঠাৎই পথ অবরোধ করেন ৷ পুলিশের তরফে তাঁদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা অবরোধ তোলেনি ৷ উলটে এক পুলিশকর্মীকে আক্রমণ করা হয় ৷ এরপর পুলিশ ব্যবস্থা নিতে গেলে আক্রমণ করা হয় পুলিশকে ৷ আইএসএফ কর্মীরা ইঁট, বাঁশ নিয়ে চড়াও হয় পুলিশের উপর ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ছোড়া হয় টিয়ারগ্যাস ৷ এই ঘটনায় আহত হন 19 জন পুলিশকর্মী ৷ আহতদের তালিকায় ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল, ডিসি সাউথ-2, বউবাজার ও হেয়ারস্ট্রিট থানার ওসিও আছেন ৷