পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার উত্তরবঙ্গ সফরের মধ্যেই বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার - Mamata banerjee latest news

শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবের পরিবর্তে কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ । এই বদলে রাজনৈচিক মহলের একাংশ বিজেপির উত্তরকন্যা অভিযানের সঙ্গে যোগসূত্র খুঁজছেন । তবে সরকারের তরফে দাবি এটি রুটিন বদলি ।

police commissioner of Siliguri
বদল শিলিগুড়ির পুলিশ কমিশনার

By

Published : Dec 16, 2020, 8:37 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন । এরই মধ্যে বদল হল শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থবের । তাঁর পরিবর্তে নতুন কমিশনার হলেন দেবেন্দ্র প্রতাপ সিংহ । কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন তিনি । রাজ্য প্রশাসনের তরফ থেকে এটিকে রুটিন বদল বলে আখ্যা দিলেও তা মানতে নারাজ ওয়াকিবহাল মহল ।

বেশ কিছুদিন আগে বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল । এই অভিযানে একজন বিজেপি কর্মীর মৃত্যু ঘটে । অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয় শোরগোল । বিষয়টাকে নিয়ে চরম অস্বস্তিতে পড়ে রাজ্য প্রশাসন । এমতাবস্থায় শিলিগুড়ি পুলিশ কমিশনারের বদল ঘটল । তবে এই কারণেই পুলিশ কমিশনারের বদল ঘটানো হয়েছে কি না তা অবশ্য স্পষ্ট নয় । সরকারের তরফ থেকে দাবি এটি রুটিন বদলি ।

প্রসঙ্গত, কলকাতা পুলিশ এবং জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন শিলিগুড়ির নবনিযুক্ত কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিংহ । উত্তরবঙ্গের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এক সময় দার্জিলিং ও কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তিনি । শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে ভালো কাজ করবেন বলেই আশাবাদী রাজ্য প্রশাসনের একাংশ । ফলে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন শিলিগুড়ির পুলিশ কমিশনার বদলের ঘটনা তাৎপর্যপূর্ণ ।

ABOUT THE AUTHOR

...view details