ডায়মন্ডহারবার, 13 মে : মুকুল রায়ের পর এবার নীলাঞ্জন রায় । রাজ্য পুলিশকে দিয়ে BJP প্রার্থীর গাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আজ মুরলিধর সেন রোডে BJP-র রাজ্য দপ্তরে যান ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় । অভিযোগ, সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । পরে অবশ্য গাড়িটি ছেড়ে দেওয়া হয় । তাঁর গাড়ি থেকে নির্বাচন সংক্রান্ত কিছু কাগজপত্র মেলে ।
বুধবার ডায়মন্ডহারবারে নরেন্দ্র মোদির সভা । BJP-র রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জির সাংগঠনিক পরামর্শ নেওয়ার জন্য BJP-র রাজ্য অফিসে যান নীলাঞ্জন সহ অন্য BJP নেতারা । নীলাঞ্জনের অভিযোগ, দলীয় দপ্তর থেকে বেরোনোর পরই পুলিশ তাঁর গাড়ি আটক করে। এর প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অবস্থানে বসেন তিনি । বউবাজার পুলিশ এসে গাড়ি আটক করে নিয়ে যায় । থানায় যেতে হয় নীলাঞ্জনকেও । গাড়িতে তল্লাশি চালানো হয় ।
নীলাঞ্জন বলেন, "সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পরও পুলিশ গাড়িতে তল্লাশি চালায় ।" BJP প্রার্থী আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তল্লাশি চালিয়েছে পুলিশ ।