কলকাতা, ৩১ জুলাই : ঝাঁ চকচকে স্পা । নাম “দ্য থাই রিট্রিট" । তার আড়ালেই চলছিল মধুচক্রের আসর ! গোপন সূত্রে খবর পায় পুলিশ । গতরাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং শাখার কর্মীরা । ঘটনায় দুই থাইল্যান্ডের যুবতি সহ গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে । ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ।
বালিগঞ্জে স্পায়ের আড়ালে মধুচক্র ! বিদেশিনী সহ গ্রেপ্তার 8 - kolkata
শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা । কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতিদের । অনেকগুলিতে আবার আছে নেপালি যুবতিরা । এতদূর পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া । সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে । আর তাতেই এল সাফল্য ।
শপিং মল থেকে শুরু করে নানা অভিজাত এলাকা । কলকাতায় এখন তাই স্পায়ের রমরমা । থাইল্যান্ডের ম্যাসাজ ও অন্যান্য থেরাপি তুলে আনা হয়েছে কলকাতায় । এমনই সব বিজ্ঞাপন দেয় এই স্পা ও ম্যাসাজ পার্লারগুলি । তথ্য বলছে, এই পার্লারগুলিতে কাজের জন্য থাইল্যান্ড থেকেই আনা হচ্ছে যুবতিদের । অনেকগুলিতে আবার আছে নেপালি যুবতিরা । এতদূর পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু এখন ইতিউতি উঠতে শুরু করেছে অভিযোগ, ওই স্পাগুলির বেশিরভাগই হয়ে উঠেছে মধুচক্রের আখড়া । সেই সূত্রে কলকাতা পুলিশ নজর রাখতে শুরু করেছে স্পাগুলিতে । আর তাতেই এল সাফল্য ।
৫৬ শরৎ বোস রোড । কলকাতার অভিজাত এলাকা । এখানেই বেশ কিছুদিন ধরে চলছে “দ্য থাই রিট্রিট" নামে স্পা ও ম্যাসাজ পার্লারটি । নানা সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পান, এখানে স্পায়ের নামে চলছে মধুচক্রের আসর । গত রাতে সেখানে হানা দেয় পুলিশ । হাতেনাতে গ্রেপ্তার করা হয় থাইল্যান্ডের যুবতি সহ আরও এক যৌন কর্মীকে । তার মধ্যে দু'জন দুই কাস্টমারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই স্পায়ের ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ এক দালালকেও । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪,২০০ টাকাও । এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।