পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Job Offer Arrest : ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার দুই - চাকরির নামে টাকা নেওয়া

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দিতে পারে তারা ৷ এই টোপে হরিয়ানার যুবকদের কলকাতায় ডেকে টাকা নিয়েছিল দুই ব্যক্তি ৷ কিন্তু জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে সন্দেহ হয় চাকরি প্রার্থী যুবকদের (Fake Job Offer in Indian Army) ৷

Fake Job Offer in Indian Army Arrest
ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা

By

Published : Jan 13, 2022, 2:22 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : ভারতীয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ । ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ । সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক নকল অ্যাডমিট কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার (Pragati Maidan Police arrests two accused over taking money for job offer in Indian Army) ।

অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দিতে হরিয়ানার তিন যুবকের প্রত্যেকের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিল এই দুই অভিযুক্ত । ধৃতদের নাম মোহাম্মদ ওমর ফারুক মোল্লা এবং বিপিন কুমার । আজ তাদের আলিপুর আদালতে পেশ করবে প্রগতি ময়দান থানার পুলিশ ।

জানা গিয়েছে, টাকা নিয়ে তিন যুবককে কলকাতায় ডেকে পাঠায় দুই অভিযুক্ত ৷ এমনকি ব্যারাকপুরে সেনাবাহিনী ছাউনির বাইরে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ।

আরও পড়ুন : Fake Job Assurance by TMC Leader : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল নেতা

শুধু এতেই থামেনি প্রতারকেরা ৷ বর্ধমানের পানাগড়ে সেনাবাহিনীর ট্রেনিং হবে, এই কথা জানিয়ে আরও টাকা চেয়েছিল এই দু'জন অভিযুক্ত । কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে কোনওভাবে মনে সন্দেহ জাগে হরিয়ানার যুবকদের । তারা প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।

তদন্তে নেমে প্রগতি ময়দান থানার পুলিশ প্রথমে ভারতীয় সেনার সঙ্গে যোগাযোগ করে ৷ তাতেই গোটা ঘটনাটা পরিষ্কার হয়ে যায় ৷ বোঝা যায়, পুরোটাই সাজানো । এরপর গতকাল রাতে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে একটি গাড়ি আটক করে পুলিশ ৷ এই গাড়ি থেকে দুই অভিযুক্তকে আটক করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক নকল নথিপত্র । পরে তাদের গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details