কলকাতা, 13 জানুয়ারি : ভারতীয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ । ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ । সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক নকল অ্যাডমিট কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার (Pragati Maidan Police arrests two accused over taking money for job offer in Indian Army) ।
অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দিতে হরিয়ানার তিন যুবকের প্রত্যেকের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিল এই দুই অভিযুক্ত । ধৃতদের নাম মোহাম্মদ ওমর ফারুক মোল্লা এবং বিপিন কুমার । আজ তাদের আলিপুর আদালতে পেশ করবে প্রগতি ময়দান থানার পুলিশ ।
জানা গিয়েছে, টাকা নিয়ে তিন যুবককে কলকাতায় ডেকে পাঠায় দুই অভিযুক্ত ৷ এমনকি ব্যারাকপুরে সেনাবাহিনী ছাউনির বাইরে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় জাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ।