কলকাতা, 21 অক্টোবর: পুলিশের জালে পান্ডে ব্রাদার্স ৷ হাওড়া শিবপুরের এই ব্যবসায়ী ভাইদের বাড়ি এবং গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি ৷ এরপর বেশ কিছুদিন নিখোঁজ ছিল পান্ডে ব্রাদার্স ৷ তাদের নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল ৷ শুক্রবার ভোরে পান্ডে ব্রাদার্সকে গুজরাত এবং ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার করল পুলিশ । শৈলেশ, রোহিত এবং অরবিন্দ পান্ডেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন । ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার প্রক্রিয়া চলছে । এই পান্ডে ব্রাদার্সের সঙ্গে গ্রেফতার হয়েছে আরও একজন । এ পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police arrests Pandey brothers) ।
লালবাজার সুত্রের খবর, এই পান্ডে ব্রাদার্সকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবেন গোয়েন্দারা ৷ তারপর চলবে জেরা পর্ব ৷ শিবপুরে পান্ডে ব্রাদার্সের গাড়ি এবং ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় সংখ্যাটা 200 কোটি পার হয়ে গিয়েছে । গোয়েন্দারা এখনও কোটি কোটি টাকার হিসেব পাচ্ছেন না ৷ ফলে এই পান্ডে ব্রাদার্সকে নিজেদের হেফাজতে নিয়ে টাকার হিসেব জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ।