পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 17, 2022, 11:05 AM IST

Updated : Apr 17, 2022, 12:37 PM IST

ETV Bharat / state

TMC Inner Clash at Behala : বেহালা কাণ্ডে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা বাবন

পালিয়ে বেড়াচ্ছিল বহিষ্কৃত তৃণমূল নেতা ৷ শেষ রক্ষা হল না ৷ হাওড়ায় পুলিশের জালে ধরা পড়ল বাবন সমেত মোট 6 জন (TMC Inner Clash at Behala ) ৷

Accused Suspended TMC Leader Baban
অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 17 এপ্রিল : চড়কতলায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে অন্যতম প্রধান অভিযুক্ত সোমনাথ পুলিশের জালে ৷ সে প্রথমে বালাসরে পালিয়ে যায় ৷ তারপর সেখান থেকে বারেবারে জায়গা এবং মোবাইলের সিম পরিবর্তন করতে থাকে ৷ তাই তার খোঁজ পেতে বেগ পেতে হয়েছে পুলিশকে ৷ তবে শেষমেশ হাওড়ার জয়পুর থেকে সোমনাথ-সহ মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের গাড়ি, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আজ অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হবে ৷ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে ৷ সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বহিষ্কার করেছে (Police arrests Behala TMC inner clash accused Somnath alias Baban from Howrah) ৷

12 এপ্রিল মঙ্গলবার রাতে চড়ক মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বেহালা । আর সেই ঘটনায় অন্যতম পলাতক অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবন ৷ বেহালা থানা এলাকার চড়কতলায় পয়লা বৈশাখের দিন চড়ক মেলা হয় ৷ এর সিন্ডিকেট এবং তোলাবাজিকে কেন্দ্র করে ঘাসফুলেরই দুই দলের মধ্যে ঝামেলা হয় বলে অভিযোগ । দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সর্মথকরা । বেহালা পুলিশের সামনেই গুলি চালানো হয়, ইট-পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ । এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি পরপর ভাঙচুর করে অভিযুক্তরা ।

আরও পড়ুন : Mamata concerns about Behala incident: বেহালার ঘটনায় উদ্বিগ্ন মমতা; অপরাধীরা তৃণমূলী হলেও ছাড় পাবে না, আশ্বাস রত্নার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন । পাশাপাশি একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় বেহালা থানাকে । কেন রাতের শহরে উত্তেজনা ছড়াল আর পুলিশ তা আয়ত্তে আনতে পারল না ? মুহূর্তের মধ্যে কী ভাবে 200 থেকে 300 লোক এলাকায় জড়ো হয়ে গেল ? পুলিশের সামনে গুলি চালানোর ঘটনা ঘটলেও পুলিশ কেন কিছু করতে পারল না?

তদন্তে নেমে প্রথমেই 12 জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা । কিন্তু অন্যতম অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনের খোঁজ চালাচ্ছিল গোয়েন্দারা । জানা যায়, হাওড়ার গ্রামীন এলাকায় জয়পুর থানার ঝিকিরা নামক একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা এবং আরও 6 জন ।

আরও পড়ুন : Behala TMC Leader Expelled : বেহালা চড়কতলার ঘটনায় অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার তৃণমূলের

Last Updated : Apr 17, 2022, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details