কলকাতা, 17 এপ্রিল : চড়কতলায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে অন্যতম প্রধান অভিযুক্ত সোমনাথ পুলিশের জালে ৷ সে প্রথমে বালাসরে পালিয়ে যায় ৷ তারপর সেখান থেকে বারেবারে জায়গা এবং মোবাইলের সিম পরিবর্তন করতে থাকে ৷ তাই তার খোঁজ পেতে বেগ পেতে হয়েছে পুলিশকে ৷ তবে শেষমেশ হাওড়ার জয়পুর থেকে সোমনাথ-সহ মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের গাড়ি, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আজ অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হবে ৷ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে ৷ সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বহিষ্কার করেছে (Police arrests Behala TMC inner clash accused Somnath alias Baban from Howrah) ৷
12 এপ্রিল মঙ্গলবার রাতে চড়ক মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল বেহালা । আর সেই ঘটনায় অন্যতম পলাতক অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবন ৷ বেহালা থানা এলাকার চড়কতলায় পয়লা বৈশাখের দিন চড়ক মেলা হয় ৷ এর সিন্ডিকেট এবং তোলাবাজিকে কেন্দ্র করে ঘাসফুলেরই দুই দলের মধ্যে ঝামেলা হয় বলে অভিযোগ । দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সর্মথকরা । বেহালা পুলিশের সামনেই গুলি চালানো হয়, ইট-পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ । এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি পরপর ভাঙচুর করে অভিযুক্তরা ।