পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে গাড়িতে আগুন, গ্রেফতার আরও 7

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন চলো কর্মসূচি ছিল ৷ সেদিন এমজি রোডে পুলিশ ভ্যানে আগুন লাগানো হয় ৷ এর তদন্তে নেমেছে পুলিশ (BJP Nabanna Abhijan Arrest) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 15, 2022, 10:25 AM IST

Updated : Sep 15, 2022, 12:29 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: বিজেপির ডাকা নবান্ন অভিযানে কলকাতার এমজি রোডে কলকাতা পুলিশের একটি পিসিআর ভ্যানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে ৷ এর তদন্তে নেমে আরও 7 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । বুধবার বেলেঘাটা, তিলজলা, তপসিয়া, ট্যাংরা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মোট 4 জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা । ধৃতদের আজ আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত, তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা (Police arrests 7 for allegedly torching PCR Van on Nabanna Abhijan ) ।

মঙ্গলবার নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন কলকাতা, সাঁতরাগাছিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিসিআর ভ্যানে (police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগোনোর চেষ্টা করলে সেখান থেকে ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

আরও পড়ুন: নবান্ন অভিযানের আঁচে শহরে পুড়ে খাক পুলিশের গাড়ি

পুলিশের ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ উঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে । তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা । জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চালান গোয়েন্দারা । শুধু অগ্নি সংযোগ নয়, পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষে (BJP Nabanna Abhijan Clash) কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় আহত হন এবং তাঁর হাত ভেঙে যায় ৷ এসএসকেএমের উডবার্ন ব্লকে তাঁকে দেখতে আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন । বুধবার পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের গাড়িতে আগুন লাগানো এবং পুলিশ আধিকারিককে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেন ।

আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক

Last Updated : Sep 15, 2022, 12:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details