কলকাতা, 3 মে : সোশাল মিডিয়ায় ফেক ভিডিয়োর রমরমা । লকডাউনের মধ্যে কেউ ফেক ভিডিয়ো ছড়ালে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা ও রাজ্য পুলিশ । বলা হয়েছিল, এই সময় গুজব ছড়ালে নেওয়া হবে কড়া পদক্ষেপ । গত এক মাসেরও বেশি সময় ধরে চলা লকডাউনের মধ্যে সেই সূত্র ধরেই কলকাতা এবং রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে 136 জনকে । রাজ্যের বিভিন্ন থানায় এবং লালবাজারে ডেকে পাঠিয়ে সতর্ক করা হয়েছে 500-র বেশি মানুষকে ।
সোশাল মিডিয়ায় ফেক ভিডিয়ো পোস্ট করার বিষয়টি নিয়ে বারবার সতর্ক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । কিন্তু তারপরেও সাধারণ মানুষ থেকে শুরু করে একাংশ রাজনৈতিক নেতা তা মানেননি । গুজরাতের একটি ভিডিয়োকে খিদিরপুরের বলে পোস্ট করেছিলেন BJP নেতা অনুপম হাজরা । তাঁর বিরুদ্ধে মামলা করে কলকাতা পুলিশ । আবার পশ্চিমবঙ্গে BJP-র পক্ষ থেকে বলা হয়, কোটা থেকে যে ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গে ফিরছেন তাঁদের আনা হচ্ছে মাত্র তিনটি বাসে । ছাত্র-ছাত্রীর সংখ্যা নাকি 3000 । কিন্তু সঠিক তথ্য হল, মোট 2368 জন ছাত্রছাত্রীকে ফেরানো হয়েছে 95 টি বাসে । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এই তথ্য । অভিযোগ, ফেক ভিডিয়ো পোস্টের ক্ষেত্রে পিছিয়ে নেই BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । তিনি দাঁতনের সরকারি কোয়ারানটিনের অবস্থার একটি ছবি পোস্ট করেছিলেন । পশ্চিমবঙ্গ পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, সেটি দাঁতনের নয় । বিষয়টি নিয়ে মামলা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ।