কলকাতা, ১০ মার্চ : কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রবিউল ইসলামকে আজ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করে STF। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বেআইনি মশলা দিয়ে তৈরি হয় বাজি। সেই সূত্র ধরেই ওড়িশার থেকে পটাশিয়াম নাইট্রেট নৈহাটিতে পাঠাচ্ছিল বালাসোরের একটি সংস্থা। নৈহাটি থেকে তা জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ত।
বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও ১ - police arrest
কলকাতায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রবিউল ইসলামকে আজ পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করে STF।
বিস্ফোরণ কাণ্ডে ধৃত ইন্দ্রজিৎ ভুঁই ও পদ্মলোচন দে-কে জেরা করে রবিউলের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পূর্ব মেদিনীপুর থেকে জেলা পুলিশের সহায্যে তাকে গ্রেপ্তার করে STF। ওড়িশা থেকে আনা বিস্ফোরক রবিউলের হাতেই তুলে দিতে চেয়েছিল ইন্দ্রজিৎ ও পদ্মলোচন।
অন্যদিকে, বালাসোরের যে কারখানা থেকে ওই বিস্ফোরক আনা হচ্ছিল, সেই কারখানার মালিকের খোঁজ চালাচ্ছে STF। পুলিশের আশঙ্কা, যেভাবে বেআইনি বিস্ফোরক পাচার হচ্ছিল তাতে ঘটতে পারত বড় কোনও ঘটনা। ওই বিস্ফোরক জঙ্গিদের হাতে গেলে তা আরও ভয়ানক হতে পারত। সত্যিই কি বাজি তৈরিতে ব্যবহার হত বিস্ফোরক নাকি অন্য কিছু? সেই প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।