কলকাতা, 29 অগাস্ট: আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় 10 দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ । গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও ।
মহরমের মাঝে গণেশ পুজো, নিরাপত্তায় কড়া নজরদারি পুলিশের - security
আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় 10 দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ । গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও ।
শেষ কয়েক বছরে দুর্গাপুজোর সময়েই ছিল মহরম । তা নিয়ে প্রশাসনের চিন্তার শেষ ছিল না । আশঙ্কার জেরে দু-একবার বার পিছিয়েও দেওয়া হয়ছিল দুর্গাপুজোর নিরঞ্জন । ইদানিং গণেশ পুজোর চল বেড়েছে শহরে । নানা প্রান্তে ছোট-বড় মিলিয়ে প্রায় 500 গণেশ পুজো হয় ।
লালবাজারের তরফে ওই সময়টায় ওয়াজ সেকশনকে সক্রিয় থাকতে বলা হয়েছে । এ ছাড়াও কাজ করবে অতিরিক্ত হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম । সাদা পোশাকে শহরজুড়ে নজরদারি চলবে । অতিরিক্ত তৎপর থাকবে কন্ট্রোলরুম । স্পর্শকাতর এলাকাগুলিতে রাখা হবে অতিরিক্ত পুলিশ পোস্টিং । দরকারে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷