পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pole puja : পাড়ার খুঁটি পুজোর অনুষ্ঠানে ডোনা ও স্নেহাশিস - স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়

রাখি পূর্ণিমাতে খুঁটি পুজো হল বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নারের ৷ পুজোয় উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

Pole puja
খুঁটি পুজো

By

Published : Aug 23, 2021, 11:42 AM IST

কলকাতা, 23 অগস্ট : গতকাল ছিল রাখি পূর্ণিমা ৷ এই রাখি পূর্ণিমার দিনে বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নারের খুঁটি পুজো অনুষ্ঠিত হল।

দুর্গাপুজো বাকি আর 49 দিন ৷ অনেক জায়গায় খুঁটি পুজো হয়ে গিয়েছে ৷ আবার কোথাও বাকি রয়েছে ৷ গতকাল দাদার পাড়ায় অনুষ্ঠিত হল খুঁটি পুজো ৷ সেখানে মহারাজ উপস্থিত না থাকলেও ছিলেন তাণর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের পাড়ার পুজো এটি ৷ অনেক পুরনো পুজো ৷ প্রায় 49 বছরের এই পুজো। আমার শ্বশুরমশাই এই পুজো শুরু করেছিলেন পাড়ার স্থানীয় বাসিন্দাদের নিয়ে।" এবছরে সমস্ত করোনা বিধি-নিষেধ মেনে এই পুজো করা হবে বলে তিনি জানালেন।

ডোনা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : Dona Ganguly : খুলল সৌরভ ঘরনির ফেসবুক প্রোফাইল, লকডের কারণ অজানা ডোনার

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বাঙালিদের দুর্গাপুজো দু'মাস আগে থেকেই শুরু হয়ে যায়। করোনার জন্য নিজেকে একটু দূরে রেখেছি ৷ কিন্তু পুজোর সময় অবশ্যই ঢাক বাজাব ৷’’

ABOUT THE AUTHOR

...view details