পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলকার দুর্ঘটনা : ঋষভের শারীরিক অবস্থার অবনতি - পুলকার দুর্ঘটনার খবর

SSKM হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ঋষভ সিংয়ের ফুসফুস সহ প্রায় সব অরগ‍্যানের তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যন্ত্রের মাধ্যমে ঋষভ সিংয়ের অরগ‍্যানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে । যদি ফুসফুস নিজে থেকে কাজ করতে শুরু করত, তা হলে বলা যেত এই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আশা রয়েছে । কিন্তু, এমন হয়নি ।

rishav
rishav

By

Published : Feb 21, 2020, 6:40 AM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : সংকটজনক অবস্থায় পুলকার দুর্ঘটনায় জখম শিশু ঋষভ । তার শারীরিক অবস্থা মাল্টি অরগ্যান ফেলিওরের ইঙ্গিত দিচ্ছে । ফুসফুস সহ কাজ করা বন্ধ করছে প্রায় সব অঙ্গগুলি । সংক্রমণ ছড়িয়ে পড়েছে । গতরাতে SSKM- র তরফে ঋষভের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এই কথাই জানানো হয় ।

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশু দিব‍্যাংশ এবং ঋষভের গত শুক্রবার থেকে চিকিৎসা চলছে SSKM হাসপাতালে । দিব‍্যাংশ ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন । ঋষভ রয়েছে CTVS-এ । বৃহস্পতিবার দিব‍্যাংশকে ভেন্টিলেটরের বাইরে আনা হয়েছে । তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । বুধবার তার মা, দিদিমার ডাকে সে সাড়া দিয়েছে । গতকালও তাকে ডাকা হলে সে সাড়া দিয়েছে । কথা বললে বুঝতে পারছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ভেন্টিলেটরের বাইরে আনার পরেও দিব‍্যাংশকে অক্সিজেন দেওয়া হয়েছে । এই শিশু এখনও সংকটের বাইরে নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । দিব‍্যাংশর শারীরিক অবস্থা এমন হলেও, কেমন আছে ঋষভ? SSKM সূত্রে খবর, বুধবার থেকে এই শিশুর শারীরিক অবস্থা তেমন ভালো নেই বলে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের । সংক্রমণ ছড়িয়ে পড়ছে রক্তে । সিভিয়ার সেপসিসের দিকে যাচ্ছে পরিস্থিতি । ওষুধের সাহায্যে অল্প পরিমাণ ইউরিন বেরোচ্ছে । বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি যেরকম, তাতে এই শিশুর শারীরিক অবস্থা রেনাল ফেলিওর, মাল্টি অরগ্যান ফেলিওরের দিকে এগোচ্ছে বলে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা ।

SSKM হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ঋষভ সিংয়ের ফুসফুস সহ প্রায় সব অরগ‍্যানের তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন । যন্ত্রের মাধ্যমে ঋষভ সিংয়ের অরগ‍্যানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে । যদি ফুসফুস নিজে থেকে কাজ করতে শুরু করত, তা হলে বলা যেত এই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আশা রয়েছে । কিন্তু, এমন হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details